শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে ‘সীমান্ত সড়ক’: সার্বভৌমত্ব, সমৃদ্ধি ও অর্থনীতির নয়া দিগন্ত। কালের খবর দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। কালের খবর ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ জিপি এ-৫ কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান। কালের খবর অজ্ঞাত হ্যাকার বাগেরহাটে সক্রিয়, পরিচিতদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি-থানায় সাধারণ ডায়েরি। কালের খবর মাত্র ৩ টাকা কমলো এলপিজির দাম: ভোক্তাদের কপালে স্বস্তি না হতাশা? কালের খবর “গণতন্ত্রের প্রদীপ জ্বালাতে রক্তের দাগ বয়ে চলা আন্দোলন-চট্টগ্রামে বিএনপির শপথ”আমীর খসরু। কালের খবর দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর শিক্ষার্থীদের হিংসা, লোভ ও অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিলেন ইউএনও নার্গিস সুলতানা। কালের খবর যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যে শুল্ক ১০% এ আনা কি আদৌও সম্ভব? কালের খবর বাংলাদেশের রাজনৈতিক সংকট : ফেব্রুয়ারির নির্বাচন ও জটিল সমীকরণ। কালের খবর
জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কক্সবাজার কর্তৃক মাদকসহ অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার। কালের খবর

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), কক্সবাজার কর্তৃক মাদকসহ অর্ধ ডজন মামলার পলাতক আসামী গ্রেফতার। কালের খবর

কক্সবাজার থেকে সাইফুল ইসলাম, কালের খবর :

পুলিশ সুপার, কক্সবাজার জেলা জনাব মোঃ মাহফুজুল ইসলাম,পিপিএম(বার) মহোদয়ের সার্বিক নির্দেশনায় অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা(ডিবি),কক্সবাজার জনাব আহমেদ নাসির উদ্দিন মোহাম্মদ এর নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), কক্সবাজার এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে গত ২৫/০২/২০২৩ খ্রিঃ তারিখ দিবাগত রাত ২০:৩৫ ঘটিকায় উখিয়া থানাধীন বালুখালী বাজারে অভিযান পরিচালনা করিয়া মাদক মামলার পলাতক আসামী মোঃ আলমগীর আলম প্রঃ মোঃ আলমগীর(৩২), পিতা-মোঃ নুর আহম্মদ, মাতা-হালিমা খাতুন, স্থায়ী সাং-সোনা মিয়া কন্ট্রাক্টরের বাড়ী, ওমর আলী রোড, পূর্ব ষোল শহর (পার্ট ১ এন্ড ডাকঘর: চান্দগাঁও-৪২১২, চাঁদগাঁও, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, চট্টগ্রাম, বর্তমান ঠিকানা ঃ বালুখালী, বানুর বাপের খিল, ২নং ওয়ার্ড, ৫নং পালংখালী ইউপি, থানা-উখিয়া, জেলা-কক্সবাজার’কে গ্রেফতার করা হয়। ধৃত আসামী উখিয়া থানার মামলা নং-৭০/৭০, তাং-১৬/০১/২০২২ ইং, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ৩৬(১) এর ১০(গ)/৪১ ধারায় অপরাধ করিয়া দীর্ঘদিন পলাতক ছিলেন। অনুসন্ধানে আরো জানা যায় ধৃত আসামী একজন পুরাতন রোহিঙ্গা শরনার্থী। বর্ণিত আসামী কৌশলে চট্টগ্রামের ঠিকানায় জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হয়। এছাড়াও বর্ণিত আসামীর পরিবারের লোকজন ও বিভিন্ন কৌশলে জাতীয় পরিচয়পত্র তৈরি ও ভোটার তালিকায় অর্ন্তভূক্ত হয়। তদন্তাধীন মামলার পাশাপাশি ধৃত আসামী পুরাতন রহিঙ্গা শরনার্থী হিসাবে জাতীয় পরিচয়পত্র ও ভোটার তালিকা অর্ন্তভূক্তির বিষয়ে তদন্ত অনুসন্ধান অব্যাহত আছে। আসামীকে ০৭(সাত) দিনের রিমান্ডের আবেদনসহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হইয়াছে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com