মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১২:৩২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
আমাকে ও আমার মেয়েদের কুপ্রস্তাব দেয় রাজ্জাক। কালের খবর কল্যাণমুখী রাষ্ট্র গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামী কাজ করে যাচ্ছে। কালের খবর ঈশ্বরগঞ্জে কালভার নির্মাণে অনিয়মের অভিযোগ। কালের খবর চ্যালেঞ্জের মুখে দেশের অর্থনীতি। কালের খবর জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর
অধ্যাপক আবদুল মজিদ কলেজ   কুমিল্লা বোর্ডের শীর্ষে। কালের খবর

অধ্যাপক আবদুল মজিদ কলেজ   কুমিল্লা বোর্ডের শীর্ষে। কালের খবর

আক্তার হোসেন ভূইয়া, মুরাদনগর প্রতিনিধি, কালের খবর : এইচএসসি পরীক্ষার ফলাফলে কুমিল্লা বোর্ডে বেসরকারি কলেজের মধ্যে শীর্ষে রয়েছে মুরাদনগর উপজেলার অধ্যাপক আবদুল মলিজ। কলেজের এক হাজার ৭০৯ জন পরীক্ষার্থীর মধ্যে জিপিএ-৫ পেয়েছেন ৪১২ জন। যার মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ৩০৮ জন, মানবিক বিভাগ থেকে ৬১ জন ও ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৪৩ জন জিপিএ-৫ পেয়েছে।

ফলাফল উত্তরণ প্রসঙ্গে অধ্যাপক আবদুল মজিদ কলেজের অধ্যক্ষ ফেরদৌস আহমদ চৌধুরী তাঁর প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন, ‘এ সাফল্যে আমি গর্বিত। আমি মনে করি, শিক্ষক অভিভাবকদের সার্বিক নজরদারি ও আন্তরিকতায় এ ফলাফল এনে দিয়েছে।থ শ্রেণিকক্ষের সমস্যার কথা তুলে ধরে তিনি আরো বলেন, ‘এ সংকট কাটিয়ে উঠতে পারলে আমাদের ফলাফল আরও ভালো হতো।থ
কলেজ প্রতিষ্ঠাতা অধ্যক্ষ আবদুল মজিদ বলেন, ‘আমাদের ভালো ফলাফলের পেছনে অনেকগুলো বিষয় জড়িত। আমরা নিয়মিত ক্লাস নিয়েছি। বছরের শুরুতেই প্রত্যেক শিক্ষার্থীর হাতে একাডেমিক ক্যালেন্ডার তুলে দিয়েছি। পরীক্ষাও হয়েছে নিয়মিত। এ ছাড়া আমরা প্রতি ৫০ জন শিক্ষার্থীর তদারকির জন্য একজন শিক্ষককে নিয়োজিত রেখেছি। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ পাঠদানের ব্যবস্থা ছিল। আর অভিভাবক সমাবেশ ডেকে তাঁদের হাতে আমরা প্রতিটি পরীক্ষার ফলাফল তুলে দিয়েছি। এসব কারণে আমরা কুমিল্লা বোর্ডে বেসরকারি কলেজের মধ্যে সেরা হতে পেরেছি। যে দিন দেখব আমার কলেজের প্রত্যেক শিক্ষার্থীরা জিপিএ-৫ পাবে, তখনই নিজেকে স্বার্থক বলে মনে করবো।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com