রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪১ পূর্বাহ্ন
যশোর থেকে সাঈদ ইবনে হানিফ, কালের খবর :
যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকা – সহ পার্শ্ববর্তী বাঘারপাড়া উপজেলার বিভিন্ন হাট-বাজারের দোকান পাট গুলোতে যত্রতত্র ভাবে বিক্রি হচ্ছে দাহ্য পদার্থ ক্ষ্যাত ( এল, পি, জি) গ্যাস সিলিন্ডার। এই এলাকার জনবহল বাজার ঘাটের( গ্যাস সিলিন্ডার ) বিক্রেতাদের বেশিরভাগ দোকান পাটে নেই কোন অগ্নি নির্বাপক যন্ত্র। ফলে যে কোন মূহুর্তে ঘটতে পারে দুর্ঘটনা । খোজ নিয়ে দেখা যায়, যশোরের বাঘারপাড়া ও বসুন্দিয়া এলাকার ৫০, টির ও অধিক দোকানে বিক্রি হচ্ছে এই এল,পি,জি গ্যাস । এসব বাজার ঘাটের ছোট বড় ব্যাবসায়ীরা মুদির দোকানের সাথে গ্যাস সিলিন্ডারের ব্যাবসা ও করছেন। যার কোন সুরক্ষা নেই। শুধু তাই নয়, দাহ্য পদার্থ বিক্রির জন্য আইনী যে বাধ্যবাধকতা আছে তাও তাদের নেই। এসব এলাকার স্বচেতন, ব্যাক্তিদের অভিযোগ, খোলামেলা পরিবেশে এই (গ্যাস সিলিন্ডার) বিক্রি করায় চরম ঝুঁকিতে রয়েছে বাজার ঘাটে আগত জনসাধারন। নাম প্রকাশে অনিচ্ছুক একজন গ্যাস সিলিন্ডার বিক্রেতা বলেন, ‘আমরা ছোটখাট ব্যবসায়ী, এক দিনে দু একটি বিক্রি করতে পারি আবার কোন দিন বিক্রি হয়না। দাহ্য পদার্থ বিক্রির আইন সম্পর্কে ও তাদের কিছু জানা নেই।