বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০৪:১০ অপরাহ্ন
গোপালগঞ্জ থেকে আবু নাইম শাহ, কালের খবর : জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের জ্যেষ্ঠপুত্র, বীরমুক্তিযোদ্ধা শহীদ শেখ কামালের ৭২তমজন্মদিন পালন করা হয়েছে । ১৯৪৯ সালের এই দিনে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন।
বৃহস্পতিবার সকাল ১১টায় কোটালীপড়া উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
এছাড়া আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে অসহায় ও দূস্থদের মধ্যে ৩০০০ প্যাকেট খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ভবেন্দ্র নাথ বিশ্বাস, সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ূন কবির, সাবেক উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান হাওলাদার, পৌর মেয়র হাজী কামাল হোসেন শেখ, সাবেক পৌর মেয়র অহিদুল ইসলাম হাজরা, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মতিয়ার রহমান হাজরা সহ স্থানীয় আওয়ামী লীগের নেতারা উপস্থিত ছিলেন।
০৫.০৮.২১ ইং