শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ০১:০২ পূর্বাহ্ন
মিঠু সূত্রধর পলাশ, নবীনগর(ব্রাহ্মণবাড়িয়া), কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার ৪নং ওয়ার্ডের শাহ্ সাহেব বাড়ির পাশে সামসুল আলম নামে এক প্রবাসীর বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার বিকেলে সারে পাচঁটার দিকে এ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে স্থানীয় ফায়ারসার্ভিস টিম এসে আসপাসে ছড়িয়ে পরা আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে।
সরজমিন গিয়ে দেখা যায়, ভয়াবহ এই অগ্নিকান্ডের ফলে প্রবাসী সামসুল আলমের দুটি চৌচারা টিনের ঘরে থাকা একটি মটর সাইকেল ও ঘরের আসবাব পত্র বশীভূত হয়ে যায়।
স্থানীয়রা জানান, বিকেলে সিলিন্ডার গ্যাসের চুলায় দুধ গরম বসায়। হঠাৎ গ্যাসের সিলান্ডার বিস্ফরিত হয়ে এই অগ্নিকান্ডের সূত্রপাত ঘটে।
এই অগ্নিকান্ডের ফলে আনুমানিক ২০ লক্ষাধীক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।
অগ্নিকান্ডের খবর পেয়ে নবীনগর পৌরসভার মেয়র এড শিব শংকর দাস ঘটনাস্থলে ছুটে যান। এ সময় তিনি ক্ষতিগ্রস্ত পরিবারকে শান্তনা প্রধান করেন।