রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১০:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

মাদারীপুর প্রতিনিধি

মাদারীপুরের কালকিনিতে বিয়ের প্রলোভন দিয়ে দশম শ্রেণীর এক দরিদ্র স্কুলছাত্রীকে একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ধর্ষণের বিষয়টি ধামাচাপা দিতে স্থানীয় একটি প্রভাবশালী মহল উঠেপড়ে লেগেছে বলে জানাযায়। থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। মঙ্গলবার দুপুরে ওই ধর্ষিতার পরিবার থানায় আসেন মামলা করার জন্য।
ভুক্তভোগী পরিবার ও পুলিশ সুত্রে জানাগেছে,্উপজেলার রমজানপুর এলাকার দক্ষিন রমজানপুর গ্রামের রমেশ মন্ডলের লম্পট ছেলে সুমন মন্ডল তার বাড়ির পাশের স্কুলছাত্রীর সঙ্গে প্রথমে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। এরপর সুমন মন্ডল তাকে বিয়ের প্রলোভন দিয়ে তার এক আতœীর বাড়ি নিয়ে গিয়ে তিনদিন রেখে জোরপুর্বক একাধিকবার ধর্ষন করে। এরপর সুমন মন্ডল স্কুলছাত্রীকে একা ফেলে রেখে পালিয়ে যায়। পরে স্কুলছাত্রী নিরুপায় হয়ে সুমন মন্ডলের বাড়িতে গিয়ে বিয়ের  দাবিতে অবস্থান করে। কিন্তু তাকে অবস্থানরতকালে সুমন মন্ডলের পরিবার মারধর করে। এ দিকে বিষয়টি ধামাচাপা দেয়ার জন্য অভিযুক্ত সুমনের পক্ষ নিয়ে অসহায় ভুক্তভোগীর পরিবারকে কাউকে কিছু না বলার জন্য স্থানীয় মাতুব্বর রবি মন্ডল, সাবেক ইউপি সদস্য মোঃ কামরুল বেপারী ও নিখিল ভক্তসহ বেশ কয়েকজন মিলে চাপ প্রয়োগ করে আসছেন। পরে খবর পেয়ে কালকিনি থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। তবে ঘটনার পর থেকেই সুমন মন্ডল পলাতক রয়েছে।
ভুক্তভোগী স্কুলছাত্রীর বাবা সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, আমার মেয়েকে সুমন বিয়ে কথা বলে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে। আমি সুমনের বিচার চাই।
এ বিষয় জানতে চাইলে রবি মন্ডল ও নিখিল ভক্তের মোবাইল বন্ধ পাওয়া যায়।
অভিযুক্তের বাবা রমেশ মন্ডল বলেন, আমি কিছুই জানিনা।
এ ব্যাপারে কালকিনি থানার ওসি মো. নাছিরউদ্দিন মৃধা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। তবে ধর্ষনের ঘটনা গৌরনদী থানায় তাই মামলা সেই থানায় দিতে হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com