বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪, ০২:৪৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস ২০২৪ পালিত। কালের খবর হিন্দু শিক্ষককে দেয়া হল জানাজা! কালের খবর পররাষ্ট্র নীতি : চিরবন্ধু চিরশত্রু রাস্ট্র বলে কিছু নেই। কালের খবর মাটিরাঙ্গায় বেগম রোকেয়া দিবস পালিত। কালের খবর মাটিরাঙ্গায় ‘বাঁশরী ওয়াদুদ’ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন। কালের খবর দিনাজপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষে নিহত-৪ ও আহত ২০-২২জন। কালের খবর তথ্যসন্ত্রাস নিয়ে যে সতর্কবার্তা দিলেন জাতীয় মসজিদের খতিব। কালের খবর ঈশ্বরগঞ্জে চুরির ঘটনায় হামলা ভাংচুর লুটপাট। কালের খবর শান্তি ,বড়ই প্রশান্তিময় একটি শব্দ। কালের‌ খবর। ডেমরায় বুলডোজার দিয়ে ৫ লাখ টাকার মালামালসহ মালিকানা মার্কেটের দোকান গুড়িয়ে দিলো সওজের অর্থ লোভী কর্মকর্তা। কালের খবর
মতলব দক্ষিণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। কালের খবর

মতলব দক্ষিণে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত। কালের খবর

মোঃ তপছিল হাছান, কালের খবর : মতলব দক্ষিণে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ফেব্রুয়ারী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। মতলব দক্ষিণ উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে রাত ১২টা ১ মিনিটে মতলব সরকারি ডিগ্রি কলেজ শহীদ মিনার পাদদেশে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উদযাপন কমিটির আহ্বায়ক মোঃ শাহিদুল ইসলামের নেতৃত্বে উদ্যাপন কমিটি, উপজেলা প্রশাসন, মতলব পৌরসভা, মুক্তিযোদ্ধা সংসদ, মতলব দক্ষিণ থানা, মতলব প্রেসক্লাব, এনজিও সম্বয় পরিষদ, কবিতাঙ্গন আবৃত্তি পরিষদ, মতলব সরকারি ডিগ্রি কলেজ, রয়মনেন নেছা মহিলা কলেজ, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুল, সুবর্ণ স্কুল, মতলব দারুল উলুম ফাজিল মাদ্রাসা, আল আমিন ক্রীড়াচক্রসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান।

সকালে সূর্য উদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। আনুষ্ঠানিকভাবে শহীদ মিনার পাদদশে পুষ্পস্তবক অর্পণ করেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয় প্রভাতফেরী। সকাল ৯টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহিদুল ইসলাম। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এড. নুরুল আমিন রুহুল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, মতলব পৌরসভার মেয়র আওলাদ হোসেন লিটন, জেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন প্রধান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. নজরুল ইসলাম, মতলব সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল কালাম আজাদ, রয়মনেন নেছা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ শফিকুল ইসলাম, মতলব দারুল উলুম-উলুম সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আলাউদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোঃ শহিদ উল্লাহ ছায়েদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রহিম খান, মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উম্মে কুলসুম শেফা। অনুষ্ঠানটি পরিচালনা করেন, কচি-কাঁচা প্রি-ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক ফারুক আহমেদ বাদল।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার দিলরুবা খানম, মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ একেএমএস ইকবাল, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান মোঃ রেজাউল করিম, লিয়াকত হোসেন প্রধান, আনিছুজ্জামান চৌধুরী, কাজল ভট্টাচার্য্য, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক বিন জামান, সাংগঠনিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মতলব জে.বি সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন খাঁন, উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল মতিন পাটওয়ারী, ফারুক পাটওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম আলেক, উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা, আল এমরান চৌধুরী, ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন। পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন উপজেলা মসজিদের পেস ইমাম মাওলানা মোজাম্মেল হোসেন ও গীতা পাঠ করেন নিমাই চন্দ্র ঘোষ। পরে পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দেওয়ান রেজাউল করিম ও সহকারী শিক্ষা অফিসার তানভীর হাসান। এ সময় উপজেলা আওয়ামী লীগসহ সকল সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ, জাতীয় পার্টির নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন, মুক্তিযোদ্ধাবৃন্ধ, সাংবাদিকবৃন্দ

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com