শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ০২:২১ পূর্বাহ্ন
মো. নাজমুল হক, পাবনা প্রতিনিধি, কালের খবর : মনোনয়ন যাচাই-বাছাই শেষে পাবনা জেলার মোট ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দিল রিটার্নিং কর্মকর্তা।
আজ রোববার (০২ ডিসেম্বর) জেলা প্রশাসকের কার্যালয়ে মোট ৪২ প্রার্থীর মনোনয়ন যাচাই-বাছাই শেষে ওই ৪ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেন জেলা রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক (ডিসি) মো. জসিম উদ্দিন।
যাদের মনোনয়ন বাতিল করা হলো। তারা হলেন- পাবনা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সালাউদ্দিন খান, পাবনা-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হাসানুল ইসলাম এবং বিএনপি মনোনীত প্রার্থী হাসাদুল ইসলাম, পাবনা-৫ আসনে খেলাফত আন্দোলন মনোনীত প্রার্থী ডা. ইসমাইল হোসেন।
জেলা প্রশাসক জসিম উদ্দিন বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে আমরা সব রকম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। আগামী ০৯ ডিসেম্বরের মধ্যে প্রার্থীরা মনোনয়নপত্র প্রত্যাহার করে নিতে পারবে।
উল্লেখ্য একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করার জন্য পাবনা-১ (সাথিয়া-বেড়া) আসন থেকে মনোনয়ন জমা দিয়েছিলেন মোট ১২ জন।
পাবনা-২ (সুজানগর-বেড়া) আসনে ০৮ জন।
পাবনা-৩ (চাটমোহর-ভাঙ্গুরা-ফরিদপুর) আসনে ০৭ জন।
পাবনা-৪ (আটঘরিয়া-ঈশ্বরদী) আসনে ০৬ জন।
পাবনা-৫ (পাবনা সদর) আসনে ০৯ জন।