মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ০৬:০৬ পূর্বাহ্ন
কালের খবর প্রতিবেদক :
রাজধানীর গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সোমবার দ্বিতীয় দিনের মতো মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নিচ্ছে বিএনপির পার্লামেন্টারি বোর্ড।
সাক্ষাৎকারের দ্বিতীয় দিনে সোমবার সকাল ৯টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত বরিশাল বিভাগ ও দুপুর আড়াইটা থেকে খুলনা বিভাগের মনোনয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রাম বিভাগ, দুপুর আড়াইটা থেকে কুমিল্লা ও সিলেট বিভাগ, বুধবার সকাল ৯টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত ময়মনসিংহ ও ফরিদপুর বিভাগ এবং দুপুর আড়াইটা থেকে ঢাকা বিভাগের মনোননয়নপ্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হবে।
১২ থেকে ১৬ নভেম্বর পর্যন্ত মনোনয়নপ্রত্যাশীদের কাছে ফরম বিক্রি ও জমা নেয় বিএনপি। মোট চার হাজার ৫৮০টি মনোনয়ন ফরম বিক্রি করেছে দলটি।
রোববার সাক্ষাৎকারের প্রথম দিনে অংশ নিয়েছেন রংপুর ও রাজশাহী বিভাগের ১৬ জেলার ৭২ নির্বাচনী এলাকার মনোনয়নপ্রত্যাশীরা। ভিডিও কনফারেন্সের মাধ্যমে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এ সাক্ষাৎকারে অংশ নিচ্ছেন।