রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৮:০২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
সিদ্ধিরগঞ্জে প্রভাবশালী ভূমিদস্যুরা দখল করে নিল অসহায় বৃদ্ধা রহিমার কোটি টাকার জমি : প্রশাসনের দারে দারে ঘুরে বিচার না পেয়ে বৃদ্ধা রহিমা এখন শয্যাশায়ী। কালের খবর

সিদ্ধিরগঞ্জে প্রভাবশালী ভূমিদস্যুরা দখল করে নিল অসহায় বৃদ্ধা রহিমার কোটি টাকার জমি : প্রশাসনের দারে দারে ঘুরে বিচার না পেয়ে বৃদ্ধা রহিমা এখন শয্যাশায়ী। কালের খবর

নারায়ণগঞ্জ প্রতিনিধি, কালের খবর :
সিদ্ধিরগঞ্জে বৃদ্ধা রহিমা বেগমের কোটি টাকার জমি বেদখল হয়ে গেছে। বেদখল হওয়া জমি উদ্ধারে দপ্তরে দপ্তরে আবেদন করেও জমি উদ্ধার করতে পারছে না বৃদ্ধা রহিমা। বেদখল হয়ে যাওয়া জমি উদ্ধার করতে না পেরে বৃদ্ধা রহিমা বেগম এখন শয্যাশায়ী। একটি ভূমিদস্যু চক্র রহিমার গোদনাইল মৌজাস্থিত পৈত্রিক ওয়ারিশ সুত্রে প্রাপ্ত আরএস ৫টি দাগের কোটি টাকা মূল্যের ১৪ শতাংশ জমি জোর পূর্বক দেয়াল নির্মাণ করে দখলে নিয়েছে। এ ঘটনায় বৃদ্ধা রহিমা বেগম জমি দখলমুক্ত করতে এলাকায় কোন সুরানা না পেয়ে জেলা প্রশাসক, পুলিশ সুপার নারায়ণগঞ্জ বরাবরে আবেদন করেন।

জানা যায়, সিদ্ধিরগঞ্জের গোদনাইল বাগপাড়া ভূইয়া বাড়ির মৃত ইয়ানুছ ভূইয়ার মেয়ে রহিমা বেগম (৬১) পৈত্রিক ওয়ারিশ সুত্রে প্রাপ্ত আর এস ১০৪৭, ১০৪৮, ১০৫০, ১২০৫ ও ১২০৭ দাগের জমি হতে বিভিন্ন পরিমানে মোট ১৪ শতাংশ জমি জোর পূর্বক দখলে নিয়ে দেয়াল নির্মাণ করে মৃত হাসমত আলীর ছেলে সাইজুদ্দিন। গত বছর বৃদ্ধা রহিমা বেগম তার স্বামীর সাথে পবিত্র হজ্জ্বব্রত পালন করতে সৌদি আরব গমন করেন। 

তাদের অনুপস্থিতিতে সাইজুদ্দিন ও তার লোকজন বৃদ্ধা রহিমার ১৪ শতাংশ জমি ও জমির সাথে থাকা সরকারী হালট দখলে নিয়ে দেয়াল নির্মাণ করে। পবিত্র হজ্জ্ব পালন শেষে দেশে ফিরে বৃদ্ধা তার দখলীয় জমি উদ্ধারে স্থানীয় ভাবে দেন দরবার করে কোন উদ্ধার করতে পারেনি। বেদখল হওয়া ১৪ শতাংশ জমির বর্তমান বাজার মূল্য ১ কোটি টাকারও বেশি। কোটি টাকার জমি হারিয়ে বৃদ্ধা আজ শয্যাশায়ী। জমি উদ্ধারে কোন উপায়ন্তর না পেয়ে মঙ্গলবার দখলীয় জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার বরাবরে এক লিখিত আবেদন করেন রহিমা বেগম।

রহিমা বেগম জানায়, সিএস ও এসএ ৪৪৩ নং দাগে সরকারী হালট রয়েছে। হালটের পর আর.এস ৫ টি দাগে ১৯ শতাংশ জমির মালিক রহিমা বেগম। সাইজুদ্দিন সিএস ৪৪৩ নং দাগের সরকারী হালট দখলের সাথে রহিমা বেগমের মালিকানাধীন আর এস ১০৪৭, ১০৪৮, ১০৪৯, ১০৫০ ও ১২০৭ দাগের ১৪ শতাংশ জমি জোর পূর্বক দখলে নিয়ে ৫টি কক্ষ, তেলের পাম্প হাউজ ও ট্যাঙ্কলরী স্ট্যান্ড নির্মাণ করে দখলে নিয়েছে। তিনি আরও জানান, পৈত্রিক ওয়ারিশ সুত্রে পাওয়া জমি থেকে সাইজুদ্দিন ১৪ শতাংশ জমি দেয়াল নির্মাণ করে তার দখলে রেখেছে যার মূল্য এক কোটি টাকা। জমির চিন্তায় বৃদ্ধা রহিমা এখন শয্যাশায়ী।

একটি সুত্র জানায়, একটি ভূমিদস্যু চক্র জালিয়াতি করে রহিমার জমি বেদখলে নিয়েছে। রহিমা বেগমের জমির উল্লেখিত দাগ বসিয়ে ওই চক্রটি সাইজুদ্দিনের পুত্র মারুফ পারভেজের নিকট আম-মোক্তার মূলে বিক্রয় করে যার দলিল নং- ৬০৯৩, তারিখঃ ১৬/১১/২০১৫ইং। এরপর মারুফ পারভেজ তারই পিতা সাইজুদ্দিনের নিকট আম-মোক্তার নানা দলিল মূলে উক্ত জমি দলিল নং- ৬৩৯৪, তারিখ- ০১/১২/২০১৫ইং মূলে সাফ বিক্রয় করে পিতা-পুত্র গংরা উক্ত জমি দখলে নিয়ে দেয়াল নির্মাণ করে ভোগ দখল করে আসছে। মাত্র দুই সপ্তাহের ব্যবধানে দুইটি দলিল সম্পন্ন করে ভূমিদস্যু চক্র বৃদ্ধার কোটি টাকা মূল্যের ১৪ শতাংশ জমি জোর পূর্বক দখলে নিয়েছে। জমির মালিকানা ছাড়াই কিভাবে জমি বিক্রি কিংবা রেজিষ্ট্রী করা হলো- এমন প্রশ্ন স্থানীয়দের মাঝে। এর সাথে স্থানীয় ভূমি অফিস কিংবা সাব-রেজিষ্ট্রী অফিসের কোন অসাধু কর্মকর্তা জড়িত কিনা তা খতিয়ে দেখার দাবি এলাকাবাসীর।

জমি দখলের বিষয়ে সাইজুদ্দিন জানায়, রহিমা বেগমের কোন জমি আমার দখলে নেই। আমি মতিউর রহমান থেকে ক্রয় করা জমিতে দেয়াল নির্মাণ করে আমার ব্যবসা পরিচালনা করছি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com