বুধবার, ২৫ ডিসেম্বর ২০২৪, ১২:০৩ অপরাহ্ন
নবীনগরে সমাজের অনগ্রসর মানুষদের নিয়ে ইউএনও’র ব্যাতিক্রমী উদ্যোগ
নবীনগর উপজেলা প্রেস ক্লাব, মোঃ কবির হোসেন, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সমাজের অবহেলিত অনগ্রসর মানুষদের নিয়ে ইউএনও’র ব্যাতিক্রমী উদ্যোগে এক প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে শুক্রবার(১১/০৫) দিনব্যপী এ প্রীতি সমাবেশ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিরা ছিলেন সমাজের অবহেলীত সুবিধাবঞ্চিত অনগ্রসর প্রতিবন্ধী শ্রেনীর ৩৫ জন সদস্য
অসহায় এসব অটিস্টিক ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশু,কিশোর,কিশোরী সহ তাদের অভিভাবকদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেয়া হয়।নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম ও সহকারি কমিশনার (ভূমি)জেপি দেওয়ান,সমাজ কল্যান কর্মকর্তা সিফাত বিন সাদেক সহ প্রশাসন ও সমাজের সৃজনশীল মানুষদের সহযোগীতায় ওই সব মানুষদের সুখ দুঃখের কথা নিয়ে আলোচনা সভা,পতাকা কাননে গানের সুরে উত্তাল আনন্দ এবং দুপুরে ভুরিভোজের মধ্যে দিয়ে তাদের হাতে টুকেন মানিসহ উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রতিবন্ধী বিএ অধ্যায়নরত ছাত্র নাঈম ও এইচ,এস,সি ছাত্র হাসানকে শিক্ষাভাতা প্রদানসহ এ সব মানুষদের জন্য ব্যক্তিগত উদ্যোগে ও সরকারিভাবে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টির ঘোষনা দেন। বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ আসলাম সিকদার,ইন্সপেক্টর(তদন্ত)রাজু
.……. দৈনিক কালের খবর