সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০১:৪৪ পূর্বাহ্ন
কোটালীপাড়ায় এস এস সি পরিক্ষায় কৃতকার্য না হওয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা
নাইমুল ইসলাম নাইম গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় এস এস সি পরিক্ষায় অকৃতকার্য হওয়ায় পূজা বাড়ৈ(১৬) নামে এক স্কুল ছাত্রী আত্মহত্যা করেছে। রবিবারρ দুপুরে কোটালীপাড়া উপজেলার জহরের কান্দি গ্রামের সুবোধ চন্দ্র বাড়ৈর মেয়ে। সে এ বছর এস এস সি পরিক্ষায় অংশ গ্রহণ করেন পূর্ব কোটালীপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় থেকে।কোটালীপাড়া থানার অফিসার ইনচার্জ( ওসি) মোহাম্মদ কামরুল ফারু
ক জানান,আজ সারা দেশে এস এস সি পরিক্ষারর ফলাফল প্রকাশ করা হয়।ফলাফলে কৃতকার্য না হওয়ায় নিজ বাড়িতে গলায় রশি লাগিয়ে আড়ার সাথে ঝুলে আত্মহত্যা করে পূজা।পরে খবর পেয়ে পুলিশ ঘটননাস্হলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় এলাকাবাসি ও সহ পাঠিদের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
!.………..দৈনিক কালের খবর