বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ০৫:৩৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অর্থনীতি পাল্টাতে চট্টগ্রাম বন্দরই আমাদের ভরসা: প্রধান উপদেষ্টা প্রফেসর ড.মুহাম্মদ ইউনূস। কালের খবর সাংবাদিকদের জন্য নিরাপদ ও স্বাধীন পরিবেশ তৈরি করা অত্যন্ত জরুরি : কাদের গনি চৌধুরী। কালের খবর ঈদযাত্রা নিরাপদ, নির্বিঘ্ন ও আনন্দদায়ক করতে সরকার সর্বাত্মক চেষ্টা করবে : সড়ক উপদেষ্টা। কালের খবর সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন এর ১৩ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা ময়মনসিংহ জেলায়। কালের খবর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন অর্থনীতি ছাত্র সমিতি (কিউয়েসা) কর্তৃক আয়োজিত অর্থনীতির অভিবাসন ও দক্ষ জনশক্তি বাংলাদেশ প্রসঙ্গ শীর্ষক এক সেমিনার। কালের খবর পিএইচডি ডিগ্রী অর্জন করলেন আরিফুর রহমান। কালের খবর কক্সবাজারের শাপলাপুরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ মাইক্রোবাসে থাকা ০২ জন গ্রেফতার। কালের খবর মাটিরাঙ্গায় বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন। কালের খবর কাপ্তাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতির ভাইয়ের উপর ‍স্থানীয় সন্ত্রাসীদের বর্বরচিত হামলা। কালের খবর নলডাঙ্গায় অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়ীতে ডাকাতি। কালের খবর
ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় মাটিরাঙ্গায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে বগুড়ার জয়। কালের খবর

ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় মাটিরাঙ্গায় প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে ৩-২ গোলে বগুড়ার জয়। কালের খবর

 

খাগড়াছড়ি প্রতিনিধি, মোঃ নিজাম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : ফুটবলকে তৃনমুলে ছড়িয়ে দিতে এবং ফুটবলের হারানো ঐতিহ্য ফেরাতে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় অনুষ্ঠিত প্রমিলা প্রীতি ফুটবল ম্যাচে খাগড়াছড়ি ফুটবল একাডেমীর বিরুদ্ধে ৩-২ গোলে জয় পেয়েছে বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর প্রমিলারা।

মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকালে ফুটবলের উর্বর ভুমি খ্যাত মাটিরাঙ্গার দুর্গম গোমতি বিকে উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কণ্যা ব্যারিস্টার জাইমা রহমানের পৃষ্ঠপোষকতায় ‘সমতল থেকে পাহাড়ে, সম্প্রীতির বন্ধনে’ স্লোগানকে সামনে রেখে এমএস কর্পোরেশনের সৌজন্যে গোমতি ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।

প্রথমার্ধের তিন মিনিটের মাথায় ১-০ গোলে লিড পায় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কয়েক মিনিটের ব্যাবধানে ওই গোল শোধ করে খেলায় সমতা তৈরী করে খাগড়াছড়ি ফুটবল একাডেমী।
২২ মিনিটের মাথায় দুর্দান্ত গোলে ২-১ গোলে ব্যবধান বাড়ায় খাগড়াছড়ি মেয়েরা। প্রথমার্ধের শেষ বাঁশি বাজার আগেই খেলায় ২-২ গোলে আবারো সমতা তৈরী করে বগুড়া রক্সি ফুটবল একাডেমী। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর কয়েক মিনিট গড়াতেই আবারো খাগড়াছড়ি জালে বল পাঠিয়ে ৩-২ গোলে লিড নেয় বগুড়া রক্সি ফুটবল একাডেমী। কিন্তু শেষ পর্যন্ত হারের ব্যবধান কমিয়েই খুশি থাকতে হয় স্বাগতিক খাগড়াছড়ি ফুটবল একাডেমীর প্রমিলাদের।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে প্রাইজমানি তুলে দেন কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সাবেক চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া।

হাজারো দর্শকের উপস্থিতিতে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জিনাত বীথি, খাগড়াছড়ি জেলা ক্রীড়া অফিসার হারুন অন রশীদ, খাগড়াছড়ি জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রবীর চন্দ্র চাকমা, খাগড়াছড়ি জেলা বিএনপির সাধারন সম্পাদক এমএন আবছার, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত ত্রিপুরা ও মো. শহীদুল ইসলাম সুমন।

এসময় খাগড়াছড়ি জেলা বিএনপির যুগ্ম-সাধারন সম্পাদক এড. আব্দুল মালেক মিন্টু, অনিমেষ চাকমা রিংকু, খাগড়াছড়ি জেলা মহিলা দলের সভাপতি কুহেলী দেওয়ান, সাধারন সম্পাদক শাহেনা আক্তার, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি বাহাদুর খান, সাধারন সম্পাদক বদিউল আলম, খাগড়াছড়ি জেলা যুবদলের সভাপতি মাহবুবুল আলম সবুজ, মাটিরাঙা পৌর বিএনপির সভাপতি শাহজালাল কাজল, সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান, মাটিরাঙ্গা উপজেলা যুবদলের আহবায়ক জয়নাল আবেদীন সরকার, সদস্য সচিব ফোরকান ইমামী এবং বগুড়ার রক্সি ফুটবল একাডেমীর হেড কোচ ও সেনাবাহিনীর সাবেক খেলোয়াড় মো. আনোয়ার হোসেন ভুইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

পুরস্কার বিতরনকালে সাবেক সংসদ সদস্য ও খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দল
আওয়ামীলীগ সকল ক্ষেত্র ব্যার্থত হয়েছে। ব্যার্থতার দায় নিয়ে পালিয়ে গেলেও জনগন থেকে বিএনপিকে বিচ্ছিন্ন করতে পারেনি। আজকে ফুটবল উন্মাদনা সে কথাই জানান দিচ্ছে। ক্রীড়া ক্ষেত্রে পাহাড়ের নারীদের সম্পৃক্ত করতেই আমাদের এ প্রচেষ্ঠা। এ টুর্নামেন্টের মাধ্যমে শুধুমাত্র নারীরাই ফুটবল খেলায় আগ্রহী হবেনা, পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতির মেলবন্ধন সুচিত হবে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলায় এমন আয়োজনের কথাও জানান তিনি।

শীতের বিকালে হাজার হাজার দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ণ এ টুর্নামেন্ট পরিচালনা করেন স্মৃতি রানী দাশ। সহকারী হিসেবে তাকে সহযোগিতা করেন এলিপ্রু মারমা ও নুসরাত।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com