রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২৭ অপরাহ্ন
ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি মোঃ কামরুল ইসলাম খান, কালের খবর : ময়মনসিংহের ফুলপুর পৌর আওয়ামী লীগের সহসভাপতি নাসিমকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে যৌথ বাহিনীর অভিযানে পৌরসভার নিজ বাসা থেকে তাকে আটক করা হয়।
জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় নাশকতার মামলায় তাকে আটক করা হয়। আটকের পর যৌথ বাহিনীর সদস্যরা তাকে ফুলপুর থানায় হস্তান্তর করে। এসময় সেনাবাহিনীর সদস্য ও ফুলপুর থানার এস আই তরিকুল ইসলাম উপস্থিত ছিলেন
এ ব্যাপারে জানতে চাইলে ফুলপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাদি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক নাসিমকে আজ শুক্রবার (৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে ময়মনসিংহ বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।