বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ১০:৩৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বিশ্ব ইজতেমায় সাদের উপস্থিতি নিশ্চিতসহ ৫ দফা দাবী। কালের খবর বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর কেনো গুরুত্বপূর্ণ স্থান করতে সক্ষম হয়েছিল। কালের খবর মাটিরাঙ্গায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। কালের খবর ফুলপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউ এনও’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর রায়পুরায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় জমজমাটে মহোৎসব নিরব ভূমিকায় পুলিশ প্রশাসন। কালের খবর রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুষ্টিয়ায় ট্রেন আটকে ছাত্র-জনতার বিক্ষোভ। কালের খবর বিএনপি নেতার বাড়ি ভাঙচুর, ১৪ মাস পর সাংবাদিকসহ ৫৭ জনের নামে মামলা। কালের খবর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাবার তদবিরে প্রভাষক পদে নিয়োগ পান নুসরাত। কালের খবর আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চারজন হলেও উপস্থিত একজন চিকিৎসক, ব্যাহত সেবা। কালের খবর মাদ্রাসার অধ্যক্ষের পদ পেয়ে শত কোটি টাকার মালিক। কালের খবর
মাটিরাঙ্গায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। কালের খবর

মাটিরাঙ্গায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। কালের খবর

 

জেলা প্রতিনিধি, খাগড়াছড়ি, মোঃ নিজাম উদ্দিন/মজিবুর রহমান ভূঁইয়া, কালের খবর : 

আধুনিক খাগড়াছড়ির রূপকার কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভুইয়ার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে
খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫ নভেম্বর) বিকালের দিকে ৩নং ওয়ার্ডের কাজীপাড়া হাজী মালেক চত্বরে অনুষ্ঠিত এ সাংগঠনিক সভার আয়োজন করে ৩নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন।

৩নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. জহির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাংগঠনিক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো. শাহজালাল কাজল। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. ইব্রাহিম পাটোয়ারী।

৩নং ওয়ার্ড বিএনপির সাধারন সম্পাদক মো. জাকির হোসেন আবুল এর সঞ্চালনায় সাংগঠনিক সভায় বক্তব্য রাখেন মাটিরাঙ্গা পৌর বিএনপির সাংগগঠনিক সম্পাদক মো. আবু সাঈদ সাদ্দাম হোসেন, যুগ্ম-সম্পাদক দেবাশীষ দ্ত্ত আশিষ, মাটিরাঙ্গা পৌর যুবদলের আহবায়ক মো. গিয়াসুদ্দিন, যুগ্মআহবায়ক আব্দুর রহমান সুমন ও মাটিরাঙ্গা পৌর ছাত্রদলের আহবায়ক নুর মোহাম্মদ রাব্বী প্রমুখ বক্তব্য রাখেন।

গত ১৬ বছর আওয়ামী শাসনামলে বিএনপির নেতাকর্মীরা নির্যাতনের শিকার হওয়ার কথা উল্লেখ করে বক্তারা বলেন, ৩নং ওয়ার্ডে উন্নয়নের নামে লুটপাট হয়েছে। এলাকায় উন্নয়নের কোনো ছোঁয়া লাগেনি। সাবেক এমপি ওয়াদুদ ভুইয়ার তৈরী করা রাস্তা দিয়ে মোটর সাইকেল ধাপিয়ে তার দলের নেতাকর্মীদেরই নির্যাতন-হয়রানী করা হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সহ-সম্পাদক ওয়াদুদ ভূঁইয়াকে সংসদে পাঠাতে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

৩নং ওয়ার্ড বিএনপি, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতিতে সাংগঠনিক সভা সমাবেশে রূপ নেয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com