বৃহস্পতিবার, ০৭ নভেম্বর ২০২৪, ০১:৪৪ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
“বাংলাদেশ” রাষ্ট্র বিনির্মাণে রাষ্ট্রপতি জিয়ার অবিস্মরণীয় অবদান। কালের খবর বিশ্ব ইজতেমায় সাদের উপস্থিতি নিশ্চিতসহ ৫ দফা দাবী। কালের খবর বাংলাদেশের ইতিহাসে ৭ নভেম্বর কেনো গুরুত্বপূর্ণ স্থান করতে সক্ষম হয়েছিল। কালের খবর মাটিরাঙ্গায় ৩নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত। কালের খবর ফুলপুর প্রেস ক্লাবের নেতৃবৃন্দের সাথে নবাগত ইউ এনও’র পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত। কালের খবর রায়পুরায় মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় জমজমাটে মহোৎসব নিরব ভূমিকায় পুলিশ প্রশাসন। কালের খবর রুট পরিবর্তনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে কুষ্টিয়ায় ট্রেন আটকে ছাত্র-জনতার বিক্ষোভ। কালের খবর বিএনপি নেতার বাড়ি ভাঙচুর, ১৪ মাস পর সাংবাদিকসহ ৫৭ জনের নামে মামলা। কালের খবর আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বাবার তদবিরে প্রভাষক পদে নিয়োগ পান নুসরাত। কালের খবর আটোয়ারী স্বাস্থ্য কমপ্লেক্স কর্মরত চারজন হলেও উপস্থিত একজন চিকিৎসক, ব্যাহত সেবা। কালের খবর
মাটিরাঙায় কৃষকের লাউ গাছ কেটে সাবাড়। কালের খবর

মাটিরাঙায় কৃষকের লাউ গাছ কেটে সাবাড়। কালের খবর

 

খাগাড়ছড়ি প্রতিনিধি, কালের খবর :

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কৃষকের ৪০ শতাংশ জমির লাউ গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে দিশেহারা হয়ে পড়েছেন ভুক্তভোগী কৃষক মো. মহরম আলী। মঙ্গলবার (২৯ অক্টোবর) গভীর রাদে মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকায় এ ঘটনা ঘটে।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী মাটিরাঙ্গা পৌরসভার ১নং ওয়াডের্র ইছাছড়া এলাকার বাসিন্দা। এ ঘটনায় ক্ষীতগ্রস্থ ওই কৃষক মাটিরাঙ্গা থানায় অভিযোগ দিয়েছেন।

সম্প্রতি ওই এলাকায় গিয়ে স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, সংসারে আর্থিক সচ্ছলতা আনতে অনেক স্বপ্ন নিয়ে কয়েকমাস আগে বর্গা নেয়া ৪০ শতক জমিতে বাণিজ্যিকভাবে লাউয়ের চাষ করেন কৃষক মো. মহরম আলী। অনেক পরিশ্রমের ফসল লাউ গাছগুলোতে ইতিমধ্যে লাউ ধরেছে। ইতিমধ্যে কয়েক হাটে লাউ বিক্রি করেছেন। প্রতিদিনের মতো বুধবার সকালের দিকে ক্ষেতে লাউ সংগ্রহ করতে গিয়ে দেখেন তার সৃজিত অধিকাংশ লাউ গাছের গোঁড়া থেকে কেটে ফেলা হয়েছে।

ক্ষতিগ্রস্থ কৃষক মো. মহরম আলী জানান, তাকে আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ করতেই শত্রুতামুলক তার জমির লাউ গাছ কেটে ফেলা হয়েছে। এতে তার তিন লাখ টাকার উপরে ক্ষতি হয়েছে। ভুক্তভোগী কৃষক আরও বলেন, প্রতি সপ্তাহে ৬০/৭০টি লাউ বাজারে বিক্রি করতেন তিনি। কিন্তু সবগুলো লাউ গাছের পাতা এখন মাচার ওপর নুইয়ে পড়েছে। গাছের সঙ্গে এভাবে কেউ শত্রুতা করতে পারে তা না দেখলে বিশ্বাস হবে না। তিনি এমন বর্বরোচিত ঘটনার বিচারসহ ক্ষতিপুরণ দাবী করেন।

স্থানীয় মো. আবুল কাশেম বলেন, বর্তমান দুর্মুল্যের বাজারে কৃষক মহরম আলীর লাউ বাজারে সবজির চাহিদা পুরনের পাশাপাশি স্থানীয়রা ঘরে বসেই কমদামে লাউ কিনতে পারতো। অপর চাষী চানমনি ত্রিপুরা বলেন, এমন কর্মকান্ড সমর্থনযোগ্য নয়। আমরা কৃষকরা এঘটনার সুষ্ঠু তদন্তসহ দোষীদের চিবচার দাবী করছি।

এমন কর্মকান্ড কাঙ্খিত নয় উল্লেখ করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক জানান, লিখিত অভিযোগ পেয়েছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com