রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৭ অপরাহ্ন
মোহাম্মদ মাহফুজ, নবীনগর, ব্রাহ্মণবাড়িয়া, কালের খবর : ব্রাহ্মণবাড়িয়া নবীনগরে রাস্তা পার হতে গিয়ে অটোরিকশার চাপায় মো: আরিয়ান (১১) নামে এক শিশু নিহত হয়েছে৷ বুধবার সকালে উপজেলার শিবপুর ইউনিয়ন মিরপুর গ্রামে এই ঘটনা ঘটে৷ নিহত ঐ শিশু মিরপুর গ্রামের
ইয়াকুব আলীর ছেলে। এ ঘটনায় চালক সিয়াম (১৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে একয় গ্রামের মো: দুলাল মিয়ার ছেলে৷
নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করে বলেন,বুধবার সকাল ১০টার দিকে মিরপুর গ্রামে রাস্তা পারাপার হতে গিয়ে অটোরিকশার চাপায় ওই শিশুর মৃত্যু হয়। এ ঘটনায় মামলা নেয়া হয়েছে। চালককে গ্রেফতার করা হয়েছে এবং অটোরিকশা আটক আছে। ময়নাতদন্ত শেষে শিশুটির লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।