রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৮ অপরাহ্ন
মোঃ আশরাফ উদ্দিন, চট্টগ্রাম, সীতাকুণ্ড, কালের খবর : চট্টগ্রামের সীতাকুণ্ডের বাড়বকুণ্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন সস্পন্ন হয়েছে। এতে ওই ইউনিয়নের কয়েকশ কর্মী ও সহযোগী সদস্য অংশ নেন।
শুক্রবার (২৩ আগস্ট) বিকাল তিনটা থেকে বাড়বকুণ্ডের বাড়বকুণ্ড স্কয়ারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মোঃ শাহজাহান। প্রধান বক্তা ছিলেন উত্তর জেলার আমির অধ্যাপক নুরুল আমিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, উত্তর জেলার সেক্রেটারি আলাউদ্দিন সিকদার, সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক মাস্টার নুরুস সালাম, শ্রমিক কল্যাণ ফেডারেশন চট্টগ্রাম উত্তর জেলার সেক্রেটারি জসিম উদ্দিন আজাদ, উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমান, এসিসটেন্ট সেক্রেটারি মু. কুতুব উদ্দিন শিবলী, আশরাফুর রহমান, চট্টগ্রাম উত্তর জেলা শিবিরের সাবেক সভাপতি মিছবাহুল আলম রাসেল, উপজেলা জামায়াতের মিডিয়া সম্পাদক আবুল হোসাইন শিল্প ও বাণিজ্য সম্পাদক শামসুল হুদা।
এই কর্মী সম্মেলনে সভাপতিত্ব করেন বাড়বকুণ্ড ইউনিয়নের সভাপতি মাসিহুদ দৌলা। আর সঞ্চালনায় ছিলেন ইউনিয়নের সেক্রেটারি সানাউল্লাহ মঞ্জু।