শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
পার্বত্য চট্টগ্রামে ‘সীমান্ত সড়ক’: সার্বভৌমত্ব, সমৃদ্ধি ও অর্থনীতির নয়া দিগন্ত। কালের খবর দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা। কালের খবর ওয়াদুদ ভুঁইয়া ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত এসএসসি ২০২৫ জিপি এ-৫ কৃতি সন্তানদের সংবর্ধনা অনুষ্ঠান। কালের খবর অজ্ঞাত হ্যাকার বাগেরহাটে সক্রিয়, পরিচিতদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা দাবি-থানায় সাধারণ ডায়েরি। কালের খবর মাত্র ৩ টাকা কমলো এলপিজির দাম: ভোক্তাদের কপালে স্বস্তি না হতাশা? কালের খবর “গণতন্ত্রের প্রদীপ জ্বালাতে রক্তের দাগ বয়ে চলা আন্দোলন-চট্টগ্রামে বিএনপির শপথ”আমীর খসরু। কালের খবর দেবিদ্বারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর শিক্ষার্থীদের হিংসা, লোভ ও অহংকার থেকে দূরে থাকার পরামর্শ দিলেন ইউএনও নার্গিস সুলতানা। কালের খবর যুক্তরাষ্ট্রে বাংলাদেশী পণ্যে শুল্ক ১০% এ আনা কি আদৌও সম্ভব? কালের খবর বাংলাদেশের রাজনৈতিক সংকট : ফেব্রুয়ারির নির্বাচন ও জটিল সমীকরণ। কালের খবর
স্ত্রীকে খুঁজতে সাইকেল নিয়ে ২৪ দিনে ৬০০কিলোমিটার

স্ত্রীকে খুঁজতে সাইকেল নিয়ে ২৪ দিনে ৬০০কিলোমিটার

কালের খবর ডেস্ক : মনোহর নায়েক। ভারতের পশ্চিমবঙ্গের জামশেদপুর শহরে বসবাসকারী ৪৪ বছর বয়সী মনোহর পেশায় একজন শ্রমিক। মনোহর ও তার স্ত্রী আনিতার সংসার জীবন বেশ কাটছিল। গত মাসের পৌষ সংক্রান্তির উৎসব উপলক্ষে আনিতা বেড়াতে গিয়েছিলেন বাপের বাড়ি। গত ১৪ জানুয়ারি নিখোঁজ হন আনিতা।

স্ত্রীকে না পেয়ে মনোহর জামশেদপুর শহরের লোকাল থানায় একটি সাধারণ ডায়েরিও (জিডি) করেন। কিন্তু তাতেও কোনও হদিস মিলছিল না। তাই নিজেই বেরিয়ে পড়লেন সাইকেল নিয়ে। এরপর টানা ২৪ দিনে ৬০০কিলোমিটার সাইকেল চালিয়ে স্ত্রীকে খুঁজতে লাগলেন।

স্থানীয় গণমাধ্যমকে মনোহর বলেন, ‘আমার স্ত্রী আনিতা মানসিকভাবে খানিকটা অসুস্থ। ও (আনিতা) ঠিক মতো কথাও বলতে পারে না। আশপাশের গ্রামগুলোতেও ওকে খুঁজে না পেয়ে শেষে দৈনিক পত্রিকায় ওর ছবি দিয়ে একটি বিজ্ঞাপন দিই। উদ্দেশ্য ছিল ওকে খুঁজে পাওয়া।’

মনোহর জানান, সেই বিজ্ঞাপন দেখে গত ১০ ফেব্রুয়ারি কিছু ব্যক্তি আনিতাকে পশ্চিমবঙ্গের খরগপুর শহরের রাস্তার পাশে উদাস হয়ে বসে থাকতে দেখেন। তারপর তারা তাকে নিয়ে যান খরগপুর থানায়। থানা কর্তৃপক্ষ খবর পাঠায় মনোহরের কাছে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ছুটে যান তিনি। পরে স্ত্রীকে সঙ্গে নিয়ে ওই দিনই বাড়ি ফিরেন মনোহর।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com