সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ০৩:০৩ পূর্বাহ্ন
প্রেস বিজ্ঞপ্তি :
সাংবাদিক ইউনিয়ন যশারর কার্যনির্বাহী কমিটির সদস্য, সিনিয়র সাংবাদিক, লেখক ও নাট্যকার মোস্তফা রুহুল কুদ্দুসের মৃত্যুজনিত কারনে তার শুন্যপদে সংগঠনর সদস্য হানিফ ডাকুয়াকে অন্তর্ভুক্ত করা হয়ছে। সংগঠনর গঠনতন্ত্রের ২১ নং ধারা অনুযায়ী আজ শনিবার বেলা ১১ টায় কার্যনির্বাহী কমিটির এক সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সংগঠনর সভাপতি আকরামুজ্জামানর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এস এম ফরহাদের সঞ্চালনায় কার্যনির্বাহী কমিটির সভায় অন্যান্য নেতৃবৃন্দের মধে্য উপস্থিত ছিলেন, সংগঠনর সহসভাপতি বিএম আসাদ, যুগ্ম সম্পাদক গালিব হাসান পিল্টু, দপ্তর সম্পাদক জুবায়ের আহমদ, কােষাধ্যক্ষ এমএ আর মশিউর ও ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কাজী রফিকুল ইসলাম।
কার্যনির্বাহী কমিটির সভার শুরুত প্রয়াত সাংবাদিক নতা মােস্তফা রুহুল কুদ্দুসর বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া করা হয়।