রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাউজানে বিপুল অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে র‍্যাব-৭, আটক ২, কালের খবর মাটিরাঙ্গায় গোমতি ইউনিয়ন তাঁতি দলের পরিচিতি সভা অনুষ্ঠিত। কালের খবর মিনিট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু। কালের খবর খাগড়াছড়ির লক্ষ্মীছড়িতে সেনা ক্যাম্প স্থাপনে বাঁধা প্রদান ও উপজাতীয় উগ্রপন্থী কর্তৃক সরকারি খাস জমি দখলের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। কালের খবর দুঃসময় পেরিয়ে জনকল্যাণমুখী রাষ্ট্রের পথে তারেক রহমানের ৩১ দফা : সর্বজনীন স্বাস্থ্য সুরক্ষার এক বিপ্লবী অঙ্গীকার। কালের খবর লক্ষ্মীপুর পৌরসভার প্রকৌশলীসহ ৩৯ কর্মকর্তাকে দুদকে তলব। কালের খবর আগামী সংসদ নির্বাচনে বিএনপির ২৯৮ নং আসনে মনোনয়নের জন্য চূড়ান্ত হয়েছে ওয়াদুদ ভূইয়া। কালের খবর আইএলও কনভেনশন অনুমোদন : বাংলাদেশের শ্রম অধিকার ও নিরাপত্তা মানদণ্ডের ঐতিহাসিক রূপান্তর। কালের খবর গাজীপুর ও চট্টগ্রামে পৃথক অভিযান : র‌্যাবের জালে ইলিশ ডাকাত আজাদ ও অস্ত্রধারী রুবেল গ্রেফতার। কালের খবর “হিলফুল ফুযুলের চেতনায় মানবতার পুনর্জাগরণ” নারিকেল তলায় তাফসীরুল কুরআন মাহফিলে কল্যাণ ও ঐক্যের আহ্বান। কালের খবর
এবার যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া। কালের খবর

এবার যুক্তরাষ্ট্রকে যে হুমকি দিল রাশিয়া। কালের খবর

 আন্তর্জাতিক ডেস্ক, কালের খবর :

ক্রিমিয়ায় ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় যুক্তরাষ্ট্রকে দায়ী করেছে রাশিয়া। সেই সঙ্গে ওয়াশিংটনের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার হুমকিও দিয়েছে পুতিনের দেশ।

রোববার যুক্তরাষ্ট্রের সরবরাহ করা ক্ষেপণাস্ত্র দিয়ে ক্রিমিয়ার সেভাস্তোপোলে ইউক্রেনের চালানো ওই হামলায় দুই শিশুসহ চারজন নিহত এবং ১৫১ জন আহত হয়।

এ বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার মস্কোয় সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ অংশগ্রহণের ফলে রাশিয়ায় বেসামরিক নাগরিকদের প্রাণ দিতে হচ্ছে। ওয়াশিংটনকে অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে। কিভাবে এর জবাব দেওয়া হবে, সেটা সময়ই বলে দেবে।

তিনি আরও বলেন, ‘আপনারা ইউরোপকে এবং সর্বোপরি ওয়াশিংটনকে একথা জিজ্ঞাসা করতে পারেন যে, তারা কেন রুশ শিশুদের হত্যা করছে।’

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’ চলছে। বিগত দুই বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলো ইউক্রেনকে শত শত কোটি ডলারের সমরাস্ত্র সরবরাহ করে আসলেও এতদিন কিয়েভকে শুধু আত্মরক্ষার কাজে এই অস্ত্র ব্যবহার করার অনুমতি দেওয়া হয়েছিল। রাশিয়ার ভূখণ্ডে পাল্টা হামলা চালানোর কাজে পশ্চিমা অস্ত্র ব্যবহার করার অনুমতি ছিল না।

তবে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর রোববার ক্রিমিয়ায় হামলা চালায় ইউক্রেন। সেই সঙ্গে হামলায় বেসামরিক নাগরিকদের ক্ষয়ক্ষতির খবরও প্রকাশিত হলো। এই হামলার ব্যাপারে ইউক্রেন এখনো কোনো মন্তব্য না করলেও বেসামরিক জনগণকে টার্গেট করার অভিযোগ অস্বীকার করেছে কিয়েভ।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় ক্রিমিয়ায় প্রাণঘাতী হামলার জেরে সোমবার মস্কোয় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত লিনে ট্রেসিকে তলব করে। পরে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে মন্ত্রণালয়টি।

বিবৃতিতে বলা হয়েছে, ক্রিমিয়ায় এই হামলার জন্য কিয়েভের পাশাপাশি ওয়াশিংটনও সমানভাবে দায়ী। অবশ্যই এর জবাব দেওয়া হবে। সূত্র: তাস

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com