শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ১১:৫৩ অপরাহ্ন
রফিকুল ইসলাম, কুড়িগ্রাম প্রতিনিধি, কালের খবর :
“একটি বল একটি গ্রাম ফুটবল নগরী কুড়িগ্রাম। ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে পবিত্র মাহে রমজান উপলক্ষে কুড়িগ্রামে লাইজু কিডস ফুটবল একাডেমির আয়োজনে স্থানীয় খেলোয়ারদের সম্মানার্থে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কুড়িগ্রাম জেলা শহরের টিটিসির মোড়ে শুক্রবার ২৯ মার্চ সন্ধ্যায় ইফতার ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, লাইজু কিডস ফুটবল একাডেমীর প্রতিষ্ঠাতা গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু, ইউরোপের গ্রিসে এক্রোপলিস ইন্টারন্যাশনাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে স্বর্ণপদক জয়ী ও লাইজু কিডস ফুটবল একাডেমীর শুভেচ্ছা দূত আরিফুর রহমান সুমন, সহ-সভাপতি রায়হান কবীর নমি নোমান , সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, ক্রীড়া সম্পাদক আরমান আলি, অধিনায়ক কানন বাবু, জনতা হোটেলের কর্ণধার আসলাম হোসেন, মনির হোসেন টিপু বিপিএড, এফসি উত্তরবঙ্গ ঢাকা তৃতীয় বিভাগ দলের অধিনায়ক রিপন ইসলাম রিফাত রাফি, জারা গ্রীন ভয়েস কিশোর বাংলা ক্লাবের অধিনায়ক আবু সিফাত পাপ্পু, বিকেএসপির খেলোয়াড় আক্তারুদ্দোহা আকাশ, সাব্বির হোসেন সহ স্থানীয় খেলোয়াড়বৃন্দ। ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে গ্রামীণ ফুটবল বিপ্লবী জালাল হোসেন লাইজু বলেন, আমরা ফুটবলারদের পাশে আছি। ফুটবলের উন্নয়নে যথাযথ কর্তৃপক্ষের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।