রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:০৫ অপরাহ্ন
আহমেদ সাজু, সখীপুর, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার যাদবপুর ইউনিয়নের দেউবাডি এলাকার এক বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার করল সখীপুর থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়,সখীপুরের যাদবপুর ইউনিয়নের উত্তরপাড়া এলাকার আবুল হোসেনের ছেলে মো.শাহাদত মিয়া(৩৫)কে স্ত্রীর করা মামলায় দেওবাড়ি চাকলা পাড়া এলাকা থেকে কৃষি জমিতে কাজ করার সময় পুলিশ ছদ্মবেশ আটক করে। মামলার বিবরণে জানা যায়, ২০১৯সালে স্ত্রীর করা মামলায় ৪লক্ষ টাকা জরিমানা ও ১বছরের সাজাপ্রাপ্ত হয়ে ঢাকার বিভিন্ন এলাকায় চাকরি ও রিকশা ভাড়ায় চালিয়ে প্রায় ৪বছর পলাতক ছিল। শনিবার বিকেলে সখীপুর থানার এ এস আই এনামুল হক জানান, গোপন সংবাদে খবর পেয়ে দীর্ঘদিনের পলাতক আসামিকে সঙ্গীয় ফোর্স নিয়ে ছদ্মবেশ ধারণ করে আটক করতে সক্ষম হই। তিনি আরও জানান, ছদ্মবেশে আসামি গ্রেফতার পেরে ভালোই লাগছে।
এবিষয়ে সখীপুর থানার অফিসার ইনচার্জ শেখ শাহিনুর বলেন,পলাতক আসমি গ্রেফতার করতে মুয়াজ্জিনের বেশ ধারণ করে আটক করতে সক্ষম হয়েছে। এটা সত্যি প্রশংসার দাবিদার।