সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ১২:২৮ অপরাহ্ন
মোঃ মুন্না হুসাইন তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
চলতি রবি মৌসুমে সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় মাঠে মাঠে সরিষার হলুদ ফুলের সমারোহে ঢেকে গেছে। আর সরিষার এই হলুদ ফুল দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে সংসারে সচ্ছলতা ফিরে পাওয়ার আশায়।
উপজেলায় দেখা গেছে, ইতোমধ্যে সরিষার হলুদ ফুলে ফুলে সেজেছে ফসলের মাঠ। ৪৫ দিন পরেই কৃষকের ঘরে উঠবে নতুন সরিষা। তবে সরিষা ঘরে উঠতে দেরি থাকলেও সরিষা ফুলের অপরূপ সৌন্দর্য দেখে কৃষকের মুখে হাসি ফুটেছে। বিশেষ করে মাঠে মাঠে সরিষার হলুদ ফুল দেখে কৃষকের ধারণা এ বছর বাম্পার ফলন হবে। তাছাড়া বর্তমান আবহাওয়া ও সরিষা উৎপাদনের অনুকূলে ভালো।
উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, এ বছর উপজেলার ৮ টি ইউনিয়নে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এক হাজার ৪০ হেক্টর জমিতে। এর মধ্যে চরাঞ্চলের জমিতেই আবাদ করা হয়েছে প্রায় ২০০ হেক্টর জমিতে এ বছর উপজেলার বড় থেকে শুরু করে প্রান্তিক কৃষকরা পর্যন্ত তাদের জমিতে কমবেশি সরিষা আবাদ করেছেন।
উপজেলার মহেশরৌহালি গ্রামের কৃষক তোফায়েল হোসেন বলেন, বোরো ধান আবাদে প্রচুর খরচ হয়। কিন্তু খরচ অনুযায়ী তেমন লাভ হয় না। সেকারণে ওই খরচ পোষাতে বেশিরভাগ কৃষক সরিষা আবাদ করে থাকেন।
উপজেলার বিরল হালি গ্রামের কৃষক আরমান আলী বিশ্বাস বলেন, হাট-বাজারে ধান বা অন্যান্য ফসলের চেয়ে সরিষার দাম ভালো। তাছাড়া সরিষা চাষে খরচও কম। সেকারণে উপজেলার অধিকাংশ কৃষক কমবেশি সরিষা আবাদ করেন।
উপজেলা কৃষি কর্মকর্তা লুৎফুন নাহার বলেন, অনুকূল আবহাওয়া আর সঠিক সময়ে সার, বিষ প্রয়োগ করায় চলতি রবি মৌসুমে উপজেলার সর্বত্র সরিষার বাম্পার ফলন হওয়ার সম্ভাবনা রয়েছে।