রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ অপরাহ্ন
বোয়ালমারী (ফরিদপুর) থেকে এমএম জামান, কালের খবর : ফরিদপুরের বোয়ালমারীতে আবুল বাসার বিপ্লব ১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায গুনবহা ইউনিয়নের কামারগ্রামে, এড, সিরাজুল ইসলাম চেয়ারম্যানের বাড়ি সংলগ্ন ঈদগাহ মাঠে অনুষ্ঠিত খেলার উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুর রশীদ, বিশেষ অতিথি হিসেবে বোয়ালমারী পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিল রাজিবুর রহমান বিপ্লব, গুনবহা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য হাফিজুর রহমান, ৮নং ওয়ার্ডের মো,নাজমুল হাসান (নাজমুল) ও ৪ নং ওয়ার্ডের মো.নাজমুল শেখ, নদীয়ার চাঁদ পি,সি দাস একাডেমির প্রধান শিক্ষক আসাদুজ্জামান। যুবনেতা রবিউল ইসলাম সম্রাট, মো,রাসেল আহমেদ, আবু তাহের ববী,বোয়ালমারী প্রেসক্লাবের সদস্য সাংবাদিক মনিরুজ্জামান জামান প্রমূখ। খেলার উদ্বোধন অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সাইদুর রহমান সোহরাব।১৬ দলীয় ক্রিকেট টুর্ণামেন্টের সার্বিক আয়োজনে ছিলেন সজীব, পনির,মনির,আব্দুল্যাহ, গালীব,ফুয়াদ ও মাছুম। আম্পায়ার দায়িত্বে ছিলেন শেখ ইলিয়াস হোসেন ও সজীব হোসেন। এসময় ১৬ দলীয় ক্রিকেট খেলার উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্যে গুনবহা ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তরুণ সমাজ সেবক আবুল বাসার বিপ্লব বলেন, মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে যুবসমাজের খেলাধুলার বিকল্প নেই, তাই আমাদের বাংলাদেশ কে সামনের দিকে এগিয়ে নিয়ে জেতে পারে আমাদের যুবসমাজ।