রবিবার, ০৫ জানুয়ারী ২০২৫, ০৫:৪৭ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি, কালের খবর :
আগামী ২৩,নভেম্বর,বুধবার বাদে আছর মাদরাসা সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে।
এতে নসিহত পেশ করবেন,পীরে কামেল আল্লামা শাহ্ নূর মোহাম্মদ সাহেব (দা:বা:) প্রধান অতিথি,আলহাজ্ব মোঃ জিয়াউল হক সুমন,কমিশনার ৩৯ নং ওয়ার্ড, সিটি কর্পোরেশন,প্রধান বক্তা,হযরত মাওলানা আব্দুল বাছির সিদ্দিকী কুমিল্লা, বিশেষ বক্তা হযরত মাও: রফিকুল ইসলাম সাহেব,হযরত মাও: জিয়াউল হক নোমানী, উপস্থিত থাকবেন জনাব মোঃ জাহাঙ্গীর সওদাগর,জনাব মোঃ ইয়াছিন চৌধুরী, সভাপতিত্ব করবেন
জনাব মোঃ মিজানুর রহমান মিন্টু।
উল্লেখ্য :- হিফজুল কুরআন, নাজেরা সহ,(প্লে-৬ষ্ঠ )সকল বিভাগে ভর্তি চলছে! আবাসিক, অনাবাসিক,
সারাদিনের মাদরাসা,যোগাযোগ-০১৯১১-১৫৫ ৯১৪/ ০১৬৭৫-৩৫০ ৩৩৬
আরজগুজার মোঃ শাহিনুর ইসলাম, প্রধান শিক্ষক অত্র মাদরাসা
সকলের প্রতি দ্বীনি দাওয়াত রইলো।