রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৭ অপরাহ্ন
আহমেদ সাজু (টাঙ্গাইল) সখীপুর, কালের খবর :
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কাহারতা পৌরএলাকায় ধূমকেতু ক্রীড়াচক্র মাঠে আ.রাজ্জাক স্মরণে আয়োজিত ফুটবল খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের কৃষিমন্ত্রী কৃষিবিদ ড.আব্দুর রাজ্জাক (ভোলা) এমপি।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট জোয়াহেরুল ইসলাম, অনুপম শাজাহান জয়,(সাবেক সাংসদ) বাসাইল-সখীপুর,ইন্জিনিয়ার আতাউল মাহমুদ ড.মো.আতাউল গনি, জেলা প্রশাসক টাঙ্গাইল, সরকার মো.কায়সার,পুলিশ সুপার টাঙ্গাইল,জুলফিকার কামাল হায়দার (লেবু)চেয়ারম্যান সখীপুর উপজেলা,প্রকৌশলী ফারজানা আলম উপজেলা নির্বাহী অফিসার সখীপুর, রেজাউল করিম রিপন অফিসার ইনচার্জ সখীপুর থানা, আবু হানিফ আজাদ মেয়র,সখীপুর পৌরসভা, এম.এ ওয়াহেদ শিল্পপতি ভালুকা,ময়মনসিংহ,বিভিন্ন এলাকার স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, আলহাজ্ব শওকত শিকদার সভাপতি সখীপুর উপজেলা আওয়ামীলীগ।
শনিবার অনুষ্ঠিত ফাইনাল ফুটবল খেলার প্রধান অতিথির বক্তৃতায় কৃষিমন্রী বলেন,করোনার দীর্ঘ বিরতির পর এমন বৃহৎ ফুটবল ম্যাচের আয়োজন সত্যি প্রশংসিত। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বর্তমান সরকার কৃষিবান্ধব সরকার। কৃষিখাতকে আরও যুগোপযোগী
উন্নয়নের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
প্রসঙ্গত, কাহারতা গ্রামের কৃতি ফুটবল আ.রাজ্জাক গত ৬ই মার্চ
জটিল রোগে আক্রান্ত হয়ে অকাল মৃত্যু বরণ করেন।তারই স্মৃতির উদ্দেশ্যে এলাকারবাসীর উদ্যোগে ফুটবল খেলার আয়োজন করে। এ খেলার ফাইনালে অংশ নেয় ধনবাড়ি ফুটবল একাডেমি বনাম সখীপুর ক্রীড়া ঐক্য। হাজারো দর্শকের উপস্থিতিতে উত্তেজনা পূর্ণ ম্যাচে
(১-০)গোলে ধনবাড়ি ফুটবল একাডেমি বিজয় লাভ করে।