রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০২:২২ অপরাহ্ন
মোঃ আশরাফ উদ্দীন, চট্রগ্রাম, সীতাকুণ্ড প্রতিনিধি, কালের খবর :
ইউনিয়ন পরিষদ দেশের প্রাচীনতম স্থানীয় সরকার প্রতিষ্ঠান। এটি তৃনমুল পর্যায়ে জনগণের সবচেয়ে কাছের সরকার। ইউনিয়ন পরিষদে স্থাপিত তথ্য-প্রযুক্তিভিত্তিক কেন্দ্র ‘ইউনিয়ন ডিজিটাল সেন্টার’ পরিষদকে নতুন মাত্রা প্রদান করেছে। ২০১০ সালের ১১ নভেম্বর মাননীয় প্রধানমন্ত্রী তাঁর কার্যালয় থেকে এবং নিউজিল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী ও জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)’র প্রশাসক মিস হেলেন ক্লার্ক ভোলা জেলার চর কুকরিমুকরি ইউনিয়ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশের সকল ইউনিয়ন পরিষদে একটি করে ইউনিয়ন ডিজিটাল সেন্টার (ইউডিসি) একযোগে উদ্বোধন করেন। ইউডিসি’র মূল লক্ষ্য হল, ইউনিয়ন পরিষদকে একটি শক্তিশালী প্রতিষ্ঠানে পরিনত করা, যাতে এই সব প্রতিষ্ঠান ২০২১ সালের মধ্যে একটি তথ্য ও জ্ঞান-ভিত্তিক দেশ প্রতিষ্ঠায় যথাযথ ভূমিকা রাখতে পারে। পাশাপাশি এই সব কেন্দ্র সরকারি-বেসরকারি তথ্য ও সেবাসমূহ জনগনের কাছাকাছি নিয়ে যেতে, প্রযুক্তি বিভেদ দূর করতে ও সকল নাগরিককে তথ্য প্রবাহের আধুনিক ব্যবস্থার সাথে যুক্ত করতে সুদুর প্রসারী ভূমিকা রাখতে পারে।
বাণিজ্যিক রাজধানী চট্রগ্রাম জেলার সীতাকুন্ড থানার অন্যতম ইউনিয়ন ১ং সৈয়দপুর ইউনিয়ন।সকল ইউনিয়ন পরিষদের ন্যায় সৈয়দপুর ইউনিয়ন পরিষদে স্থাপিত হয় ডিজিটাল সেন্টার।উক্ত সেন্টারে দায়িত্বরত আচেন ফারজানা আক্তার (শিমুল)।যিনি কি না নিজের খেয়াল খুশিমত অফিসে আসেন। বেশির ভাগ সময় দিন ১২ টার সময় অফিসে আসেন।সাধারণ মানুষের
অপেক্ষার ইতি টানতে হয়। লম্বা লাইন ধরে দাঁড়িয়ে থাকতে হয় ছোট বড় বসস্ক সকল শ্রেনীর লোকজনকে।পোহাতে হয় নানাবিধ ভোগান্তি। নাম প্রকাশে অনিচ্চুক অনেকে জানান দায়িত্বরত ফারজানা আক্তার (শিমুল) ১২ টার সময় অফিসে আসে।তারপর মানুষের সাথে যা তা ব্যবহার করে থাকেন।গ্রামের সাধারণ মানুষ সঠিক সেবা পাচ্চে না।যার ফলে মানুষকে বিভিন্ন রলম জামেলা পোহাতে হয়। গ্রামের সাধারণ মানুষ যথাযথ কোন সমাধান চায়।