রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ অপরাহ্ন
মোঃ জসিম পাটোয়ারী চরফ্যাশন উপজেলা প্রতিনিধি, কালের খবর :
ভোলার চরফ্যাশন উপজেলার দক্ষিন আইচা থানার চরমানিকা ইউনিয়নের চরকচ্ছিফা গ্রামে ঝড়ে ঘর চাপা পড়ে একই পরিবারের মা ও ২ ছেলে সহ ৩ জনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২১ জুলাই) মধ্যরাত পোনে ১২ টার দিকে এ ঘটনা ঘটে।
ঝড়ে নিহতরা হলেন, মৎসজীবি হানিফ( ঘাড়ি ওয়ালা) স্ত্রী রিংকু বেগম (২৯), ও তার দুই ছেলে জোনায়েদ (৭) এবং তানজিদ (৪)।
দক্ষিন আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হারুন অর রশিদ বলেন, মঙ্গলবার রাতে পরিবারের ২ সন্তান নিয়ে রিংকু বেগম ঘুমিয়ে পড়েছিলেন। এ সময় কচ্ছপিয়া এলাকায় আকস্মিক টর্নোডো ঝড়ে তাদের ঘরটি বিধ্বস্ত হয়। এতে ঘুমানো অবস্থায় ঘর চাপায় ঘটনাস্থলেই মা-ছেলেসহ ৩ জনের মর্মান্তিক মৃত্যু হয়।
পুলিশ ঘটনাস্থল গিয়ে লাশ উদ্ধার করে।
তিনি আরো জানান, নিহতের পরিবারের সদস্যরা ঢালচর এলাকার বাসিন্দা ছিলেন। কিছুদিন পূর্বে চর কচ্চপিয়া ৫নংওয়ার্ড গ্রামে তারা নতুন ঘর তুলেছেন। অসমাপ্ত নতুন ঘরের কাঠপালা মাথার উপরে পাটাতনের উপরে রাখা ছিল। ঝড়টি অত্যন্ত শক্তিশালি হওয়ায় উপরে রাখা কাঠের চাপা পড়ে নিহত হয়। এছাড়াও ঝড়ে আশেপাশে বেশ কিছু গাছপালা ভেঙ্গে যায়। নিহতদের মৃত্যুর ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।
নিহত জোনায়েদ ও তানজিদ স্হানীয় মাদ্রাসায় পড়ালেখা করতেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রুহুল আমিন, এান ও পূর্ণবাসন কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন শেষে নিহত পরিবারে স্বজন হানিফ (ঘাড়িওয়ালার) কাছে, প্রধানমন্ত্রীর এান তহবিল থেকে ৫০ হাজার টাকা নগদ প্রদান করেন।সেখানে আরো উপস্থিত ছিলেন, চর মানিকা ইউপি চেয়ারম্যান হাজী শফিউল্লাহ হাং,চর মানিকা ইউপি সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রুহুল আমীন মেম্বার,ঢালচর ইউপি চেয়ারম্যান আঃসালাম হাং,সাবেক চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারী, দক্ষিণ আইচা থানা যুবলীগের সম্মানিত সদস্য মোঃজসিম পাটোয়ারী, দক্ষিণ আইচা থানা ছাএলীগের সহ-সভাপতি মোঃশহিদুল ইসলাম জামাল মীর প্রমুখ।