গতকাল রাতে তিনি শের শাহ (রহ.) এর কবর জিয়ারত করেন। পরে মাজারটির র্জীণ অবস্থা তার নজরে আসলে এর আশেপাশের জায়গাটি ঘুরে দেখেন। পরবর্তিতে এই মাজারের ভক্তবৃন্দ ও খাদেম প্রস্তাব রাখলে এর সংস্কার কাজের জন্য নগদ ৫০ হাজার টাকা অনুদান দেন। এছাড়াও সবসময়ই সার্বিক সহযোগীতার প্রতিশ্রুতি দেন।
উক্ত মাহফিলে উপস্থিত ছিলেন, নাসিম ওসমান স্মৃতি ও কল্যান ফাউন্ডেশনের সভাপতি তরিকুল ইসলাম লিমন, খায়রুল, নাসির, সুমন, ডালিম, মনির প্রমুখ। এসময় ফুলেল শুভেচ্ছা জানায় ফ্রেন্ডস ডাইংয়ের ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুল হোসাইন সবুজ।