রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : মৌলবীবাজার-(৪) কমলগঞ্জ-শ্রীমঙ্গল আসনের এমপি জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ করোনায় আক্রান্ত। আজ মঙ্গলবার (১৬ জুন) তার শরীরে করোনা ভাইরাস সনাক্ত হয়।
এ বেপারে উনার ব্যক্তিগত সহকারী মো: ইমাম হোসেন দৈনিক কালের খবর কে এ তথ্য নিশ্চিত করেছেন, তিনি বলেন, স্যার এখন শেখ রাসেল জাতীয় গেস্ট্রোলিভার ইনস্টিটিউট ও হাসপাতালে ভর্তি আছেন। গতকাল সোমবার তাকে ভর্তি করা হয়। আজ তার করোনা পজেটিভ আসে। তবে উনার কোনো শ্বাস কষ্ট নেই। শরীরে জ্বর আছে। তিনি সবার কাছে দোয়া চেয়েছেন।
এর আগে তার ব্যক্তিগত সহকারীও করোনায় আক্রান্ত হয়েছিলেন। কিন্তু তিনি এখন নেগেটিভ।