রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:২০ অপরাহ্ন
কালের খবর নিউজ
কুয়াশার কারণে আজ শনিবার ভোর সোয়া ৪টার পর থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান ওঠানামা সাময়িক বন্ধ রয়েছে। জানানগেছে, কুয়াশার কারণে আজ শনিবার বেলা ১টার আগে ফ্লাইট চলাচল শুরু হওয়ার সম্ভাবনা কম। তবে কুয়াশা কাটলে দুপুরের পর ফ্লাইট চলাচল স্বাভাবিক হবে বলে আশা করছে বিমানবন্দর কর্তৃপক্ষ।শাহজালালে অবতরণের কথা থাকলেও বেশ কয়েকটি ফ্লাইট সিলেট ও কলকাতা বিমানবন্দরে অবতরণ করেছে। এগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-০২২ মাস্কট-ঢাকা সকাল ৮টা ১০ মিনিটে শাহজালালে অবতরণের কথা থাকলেও ঘন কুয়াশার কারণে সেটি কলকাতায় অবতরণ করে। কুয়াশা কমলে বিমান ওঠানামা ফের স্বাভাবিক হবে।