রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৬:০১ অপরাহ্ন
সিলেট ব্যুরো, কালের খবর ঃ
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি পিযুষ কান্তি দে-কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। ছবি-যুগান্তর
সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিনিয়র সহসভাপতি ও মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক পিযুষ কান্তি দে-কে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।
মঙ্গলবার বেলা দেড়টার দিকে শেখঘাট কুয়ারপাড়স্থ নিজ বাসা থেকে কোতোয়ালী থানার একটি চাঁদাবাজি মামলায় পুলিশ তাকে গ্রেফতার করেছে।
ওই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছেন কোতোয়ালী থানার ওসি মো. সেলিম মিঞা।
পিযুষ কান্তিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।