শুক্রবার, ০৩ জানুয়ারী ২০২৫, ০৯:৩৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ঈশ্বরগঞ্জে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মাটিরাঙ্গায় তারুণ্যের উৎসবে বর্ণাঢ্য র‍্যালি। কালের খবর খাগড়াছড়িতে ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। কালের খবর মুন্সিগঞ্জে জাতীয় পার্টির ৩৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠিত। । ‘এবার টার্গেটে সাংবাদিকদের সন্তানেরা’ চট্টগ্রামের মানববন্ধনে কঠোর ব্যবস্থা নিতে ৪৮ ঘণ্টার আলটিমেটাম। কালের খবর ঈশ্বরগঞ্জে হতদরিদ্রের লাখ লাখ টাকা নিয়ে এনজিও উধাও। কালের খবর ঈশ্বরগঞ্জে সাংবাদিকদের সঙ্গে ইউএনও’র মত বিনিময়। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশনের ২২ তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত। কালের খবর ফ্যাসিস্ট আ.লীগের নেতা মোঃ কামরুল ইসলাম নান্টুর রাজধানী ঢাকায় আবাসিক হোটেলের নামে অবৈধ পতিতা, মাদক ও অস্ত্রের রমরমা ব্যবসা। কালের খবর শ্রমিকদের অধিকার রক্ষায় ইসলামী শ্রমনীতি চালু করতে হবে : আ ন ম শামসুল ইসলাম। কালের খবর
রূপগঞ্জে মেরিন সিটির জবর দখলে সরকারি খাল ও কৃষি জমি

রূপগঞ্জে মেরিন সিটির জবর দখলে সরকারি খাল ও কৃষি জমি

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি, কালের খবর :

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার দাউদপুর ইউনিয়নের কালনি, হিননাল, বঈলদা ও নোয়াগাঁও মৌজার জিন্দা ও নোয়াগাঁও এলাকায় মেরিন সিটি নামে একটি আবাসন প্রকল্প সরকারি খাল ও স্থানীয় কৃষকদের জমি না কিনে জবরদখল করে বালু ভরাট করেছে বলে অভিযোগ উঠেছে। ফসলি জমিতে দিনে-রাতে বালু ফেলে ভরাট করে ফেলছে। কৃষকরা প্রতিবাদ বা বাঁধা দিতে গেলেই মামলা-হামলার শিকার হতে হচ্ছে। এখন কৃষকদের মাঝে চলছে বোবা কান্না। হুমকিতে পালিয়ে বেড়াচ্ছেন অনেকেই। স্থানীয় কৃষকরা জানান, জিন্দা ও নোয়াগাঁও এলাকার বেশির ভাগ মানুষই কৃষি ও সবজি চাষের উপর নির্ভর। কয়েক বছর আগে এ এলাকায় মেরিন সিটি নামে একটি আবাসন প্রকল্পের নামে কিছু জমি ক্রয় করেন মাহাবুবুর রহমান নামে এক ব্যক্তি। আর এ আবাসন প্রকল্প বাস্তবায়ন করতে স্থানীয় একটি শক্তিশালী চক্রকে সাথে নিয়ে নেন মাহাবুবুর রহমান। এরপর থেকেই কাগজে-পত্রে নানা মারপ্যাঁচ দিয়ে সাধারণ মানুষের কাছ বেশ কিছু জমি লিখে নেয়। এরপর থেকেই শুরু করেন জবরদখল করে বালু ভরাট কার্যক্রম। আবাসন প্রকল্পের নিয়োজিত সন্ত্রাসী বাহিনীর হুমকির মুখে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র বসবাস করছে। ভুক্তভোগী কৃষক ও স্থানীয় এলাকাবাসী অভিযোগ করে জানান, শীতলক্ষ্যা নদী থেকে শিমুলিয়া বাজার হয়ে ব্রাক্ষনখালী, হিরনাল, কুলিয়াদি, কালনি, নোয়াগাও, নবগ্রাম, বঈলদা বড় আমদিয়া, আগলা হইয়া কালিগঞ্জ থানার কলিঙ্গা পর্যন্ত একটি প্রায় ৬০ ফুট প্রশস্থ সরকারি খাল ছিল। এ খাল দিয়ে এক সময় ট্রলার (ইঞ্চিন চালিত নৌকা) যোগে এসব এলাকার মানুষ চলাচল করতো। এছাড়া এলাকার ধানের ফসল ও সবজি চাষের জন্য পানি সংগ্রহ করা হতো এ খাল থেকেই। বর্তমানে মেরিন সিটি হীননাল, নোয়াগাও, বঈলদা মৌজা অংশের খালটি ভরাট করে নিজেদের দখলে নিয়েছেন। এছাড়া ৬০ ফুট প্রশস্থ খালটি এখন ৮ ফুটে পরিণত হয়েছে। সরকারি খালের প্রায় ৫ বিঘা পরিমাণ জমি দখলে নিয়েছে আবাসনটি। আবাসন প্রকল্পটির নিয়োজিত একটি সন্ত্রাসী বাহিনী রয়েছে, তারা সব সময়ই প্রকল্প এলাকায় ঘুরাফেরা করে থাকে। কেউ বাঁধা দিতে আসলেই অতর্কিত হামলা চালানো হয়ে থাকে। কৃষকদের অভিযোগ, বীর হাটাবোর ওসমান খাঁনের ২ বিঘা, নোয়াগাঁও এলাকার কৃষক সুরুজ মিয়া ওরফে সামসুদ্দিনের ২ বিঘা, ইছাহাকের ৪৪ শতাংশ, গিয়াস উদ্দিনদের আড়াই বিঘা, আফাজ উদ্দিনের ২০ শতাংশ, মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিনের ২৪ শতাংশ, তরফুন্নেছার ১২ শতাংশ, মোশারফের ৩০ শতাংশ, হাসমত উল্লাহর ২০ শতাংশ, মিয়াজ উদ্দিনের ১২ শতাংশসহ আরো কয়েকজন কৃষকের জমি না কিনেই জোরপুর্বক জবরদখল করে বালু ভরাট করে ফেলছে তারা। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা তমিজ উদ্দিন বলেন, বেশ কিছু দিন আগে বিক্ষুব্ধ কৃষকরা ড্রেজারের পাইপ কেটে ফেলেছিল। পরে আবাসন প্রকল্পের সন্ত্রাসী বাহিনী দিয়ে পাইপ লাগিয়ে অবৈধ ভাবে বালু ভরাট কার্যক্রম অব্যাহত রেখেছে। সন্ত্রাসীদের হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছেন জিন্দা এলাকার জাহাঙ্গীর মোল্লা, রুহুল মোল্লাসহ আরো অনেকেই। সবজি চাষি সাদিকুর রহমান কান্নাজড়িত কন্ঠে বলেন, ভাই আমরা গরিব মানুষ। সবজি চাষ করে সংসার চলে। চাষ করা সবজির জমিতে তারা বালু ফেলে ভরাট করে ফেলেছে। এ ঘটনায় ২০১৭ সালে জিন্দা এলাকার বাসিন্দা জাহাঙ্গীর মোল্লা বাদী হয়ে মহামান্য হাইকোর্টে মেরিন সিটির বিরুদ্ধে ৮১ নম্বর রিট পিটিশন দাখিল করেন। এ রিট পিটিশনের বলে মহামান্য হাইকোর্ট রাজউকের মাধ্যমে মেরিন সিটির কার্যক্রম কালনি মৌজায় বন্ধ রাখার নির্দেশ দেয়। কৃষকদের আরো অভিযোগ, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ডিসি বা উর্ধ্বতন কর্মকর্তাদের অবহিত করে কোন লাভ নেই। তাদের বরাবর অভিযোগ দিলে, কোনো কাজ হয় না। এ বিষয়ে মেরিন সিটির ব্যবস্থাপনা পরিচালক মাহাবুবুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমরা কারো জমি জোরপুর্বক ভরাট করেনি। ক্রয়কৃত জমিতেই বালু ভরাট করছি। এছাড়া কৃষি জমিতে বালু ভরাট হয়ে গেলে ক্ষতিপূরণ দিয়ে দিচ্ছি। আমাদের বিরুদ্ধে আনিত অভিযোগ সত্য নয়। সরকারী (ভাগ্যবতি) খাল ভরাটের বিষয়টি স্বীকার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম জাহাঙ্গীর মাষ্টার বলেন, বার বার ওই কোম্পানিকে নিষেধ করা হয়েছিল খালটিকে ভরাট না করতে। এছাড়া খাল ভরাটের কারণে কৃষি জমিতে পানি সেচ চরম ভাবে ব্যহত হচ্ছে। উপজেলা সমন¦য় কমিটির সভায় বার বার বিষয়টি অবহিত করা হয়েছে। এছাড়া কৃষকদের জমিতে অবৈধ ভাবে বালু ভরাট করার বিষয়টিও সঠিক।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মনির বলেন, ভূমিদস্যুতা করে কৃষকদের জমি জবরদখল করে বালু ভরাট করলে কোনো ছাড় দেয়া হবেনা। অভিযোগ পেলে তাৎক্ষণিক ভাবে ব্যবস্থা নেয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, সরকারি খাল উদ্ধারসহ কৃষকদের জমিতে অবৈধ ভাবে বালু ভরাটকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

কালের খবর :-কে/কে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com