রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৭:৪৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
জুলাই-আগষ্টে শহীদদের ছাড়া আর কারো প্রতি দায়বদ্ধতা নেই। কালের খবর পার্বত্য চট্টগ্রামের সম্ভাবনাময় অর্থকরী ফসল কাসাভা। কালের খবর চবি এক্স স্টুডেন্টস ক্লাব ঢাকা এর সভাপতি ব্যারিস্টার ফারুকী এবং সাধারণ সম্পাদক জিএম ফারুক স্বপন নির্বাচিত। কালের খবর মাটিরাঙ্গায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন। কালের খবর সীতাকুণ্ড হবে বাংলাদেশের অন্যতম মডেল উপজেলা : আনোয়ার সিদ্দিক চৌধুরী। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মাটিরাঙ্গায় মহান বিজয় দিবসে বিএনপির শোভাযাত্রা ও পুষ্পস্তবক অর্পণ। কালের খবর মুরাদনগরে সামাজিক সংগঠনের শীতের কম্বল বিতরণ। কালের খবর বিজয় দিবসের প্রথম প্রহরে ‘স্বাধীনতা সোপানে’ শ্রদ্ধা নিবেদন। কালের খবর জাতীয় সাংবাদিক সংস্থার প্রধান কার্যালয়ের শুভ উদ্বোধন। কালের খবর
নবীনগরে বিটঘর মহেশ রোডের উন্নয়ন কাজে ধীরগতি চলাচলে চরম দুর্ভোগ

নবীনগরে বিটঘর মহেশ রোডের উন্নয়ন কাজে ধীরগতি চলাচলে চরম দুর্ভোগ

এম আই ফারুক আহমেদ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া ) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বিটঘর মহেশ সড়কের উন্নয়ন প্রকল্পের কাজের ধীরগতিতে মানুষের ভোগান্তি চরম আকার ধারণ করেছে বলে অভিযোগ এলাকাবাসীর। সড়ক নির্মাণে ধীরগতির কারণে সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে আছে। এতে চলাচলকারীরা পড়েছে চরম দুর্ভোগে । এদিকে ভাঙা সড়কে এখন শত শত সিএনজি, অটোরিকশা, টমটমসহ বিভিন্ন যানবাহন চলাচলে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। কবে শেষ হবে বিটঘর মহেশ প্রধান সড়ক নির্মাণ কাজ তা জানা নেই করো।

জানা যায়, বিটঘর বাজার থেকে মহেশ রোড হয়ে কুড়িঘর বাজার পর্যন্ত সড়কগুলো বেহাল অবস্থায় ছিল। এবেহাল রাস্তা দিয়ে চলাচলে সাধারণ মানুষের ছিল চরম ভোগান্তি । তাই বিটঘর মহেশ প্রধান সড়ক নির্মাণের দাবি ছিল এলাকাবাসীর । দীর্ঘ প্রতীক্ষার পর ২০১৯ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) অধীনে বরাদ্দে বিটঘর বাজার থেকে মহেশ রোড হয়ে কুড়িঘর বাজার পর্যন্ত ১২ হাজার ২৫০ মিটার রাস্তা ব্যয় ধরা হয়েছে ২২ কোটি ৩৩ লাখ ৭৩ হাজার টাকা। কাজ শেষ হওয়ার কথা ছিল ২০২১ সালের (মে) মাসে, এখন চলছে অক্টোবর মাস, কাজের মেয়াদ উত্তীর্ণ হওয়া সত্ত্বেও লকডাউন সহ বিভিন্ন অজুহাত দেখায় ঠিকাদারী প্রতিষ্ঠান এমএম বিল্ডার্স ইঞ্জিনিয়ার্স মেসার্স হাসান এন্টারপ্রাইজ (জেভি)।

 এলাকাবাসীর প্রতিবাদের পর অবশেষে আবারও শুরু হয় রাস্তার কাজ। এখনো কাজের নেই কোন অগ্রগতি, কাজ চলছে কচ্ছপ গতিতে । ঠিকাদার প্রতিষ্ঠানের সড়ক নির্মাণ কাজে ধীরগতি থাকায় সড়কগুলো বেহাল অবস্থায় পড়ে আছে।

এলাকাবাসী জানান, ছোট-বড় গর্তের কারণে রাস্তা দিয়ে চলাচল করা মুশকিল হয়ে পড়েছে। দীর্ঘ সময় পার হলেও ঠিকাদারি প্রতিষ্ঠানটি এখনো নির্মাণ কাজ শেষ করতে পারেনি। তাদের গাফিলতির কারণে নির্মাণকাজ ব্যাহত হচ্ছে। এতে সাধারণ মানুষকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে।

এ বিষয়ে বিটঘর ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আবুল হোসেন বলেন, বিটঘর মহেশ সড়ক ব্যবহার করে ছয় ইউনিয়নের শতাধিক গ্রামের হাজার হাজার মানুষ। রাস্তাটি চলাচলের অনুপয়োগী হওয়ায় প্রতিনিয়ত তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ অবস্থায় এলাকার হাজার মানুষের দুর্ভোগের কথা বিবেচনায় নিয়ে সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানান তিনি।

এ বিষয়ে উপজেলা প্রকৌশলী নুরুল ইসলাম, কাজের ধীরগতির কথা স্বীকার করে বলেন, ঠিকাদারী প্রতিষ্ঠান আমাদের কাছ থেকে ৫ মাসের সময় নিয়েছেন। আশা করছি নির্ধারিত সময়ের মধ্যে নির্মাণ কাজ সম্পন্ন হবে। এব্যপারে ঠিকাদারী প্রতিষ্ঠানকে যথেষ্ট তাগিদ দেয়া হচ্ছে বলে জানান তিনি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com