রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৯:৩৮ অপরাহ্ন
কালের খবর: নতুন আইজিপি হিসেবে দায়িত্ব পেলেন ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার)।
২৫ জানুয়ারি ২০১৮ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ পদায়ন করা হয়। প্রজ্ঞাপনে আরো বলা হয় আগামী ৩১/০১/১৮ তারিখ হতে বদলী/নিয়োগের এ আদেশ কার্যকর হবে।
তিনি বর্তমান আইজিপি এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম এর স্থলাভিষিক্ত হবেন।
ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী বিপিএম (বার) এর আগে বাংলাদেশ পুলিশের এসবি’র অতিরিক্ত আইজিপি(গ্রেড-১) হিসেবে দায়িত্বরত ছিলেন। তিনি ১৯৮৬ সালে বিসিএস(পুলিশ) ক্যাডারে প্রথম স্থান অধিকার করে সহকারি পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। তাঁর নিজ জেলা চাঁদপুর।