নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, কালের খবর :
ঢাকার নবাবগঞ্জে যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদকর্মীদের উপর হামলা, গাড়ী ভাংচুরের প্রতিবাদে নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভির কর্তৃপক্ষ।
গতকাল বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিাচর বিভাগীয় তদন্তের দাবী জানানো হয়। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা দিতে প্রশাসনের গড়িমসি ও প্রশ্নবিদ্ধ ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা।
সংবাদ সম্মেলনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, এ ধরনের ন্যক্কারজনক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, সাংবাদিকরা কারো পক্ষ নন। পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে তারা যে আঘাতপ্রাপ্ত হলেন, এটি রাষ্ট্রের, সরকারের বা কারো জন্যই শুভকর নয়।
সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার নেসারুল হক খোকন ও সাংবাদিক সিরাজুল ইসলাম।
প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী শামীম গেস্ট হাউসে যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ সাংবাদিক আহত ও ১৩টি গাড়ী ও হোটেল কক্ষ ভাংচুর করা হয়।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন সাংবাদিকরা।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি