মো. নাজমুল হক, পাবনা প্রতিনিধি,কালের খবর : পাবনা সদর উপজেলায় ধানের শীষ প্রতীকের প্রচার গাড়িতে হামলা এবং প্রচার কর্মী মোঃ হৃদয় খান (২২) কে ছুরিকাঘাত করেছে সন্ত্রাসীরা।
আজ সোমবার (১৭ নভেম্বর) বিকাল ৪টার দিকে তারাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
আহত প্রচার কর্মী মোঃ হৃদয় খান তারাবাড়িয়া গ্রামের সাইদ খানের ছেলে।
সন্ত্রাসীর হলেন- নাসিম (৩০), শরীফ, আজিজুল, ওমর এবং এদের সহযোগীরা।
প্রেস বিজ্ঞতিতে পাবনা জেলা জামায়াতের প্রচার সম্পাদক আবদুর রব বলেন, আজ সোমবার বিকেলে ধানের শীষের প্রচারকালে কয়েকজন অতর্কিতভাবে হৃদয়ের ওপর আক্রমণ করে এলোপাতাড়ি মারধর করে।
পরে সন্ত্রাসী শরীফ তাকে ছুরিকাঘাত করে দ্রুত সটকে পড়ে।
এ সময় এলাকাবাসী হৃদয়কে উদ্ধার করে আপনার সদর হাসপাতালে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশ রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। তার অবস্থা আশঙ্কাজনক।
এ ঘটনার তীব্র নিন্দা করেছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী প্রিন্সিপাল ইকবাল হোসাইন সহ জেলা জামায়াতের নেত্রীবৃন্দ। সেই সাথে সন্ত্রাসীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি