নরসিংদী ব্যুরো অফিস ও প্রতিনিধি, কালের খবর :
নরসিংদী-৩ আসনে শিবপুরের শিমুলিয়ায় এলাকায় বিএনপি প্রার্থী মনজুর এলাহীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থীর গাড়িসহ ১০টি গাড়ি, ১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলায় আহত হয় কমপক্ষে ৫ জন বিএনপি নেতাকর্মী। আজ বেলা ৩ টার দিকে লাখপুর শিমুলিয়া স্থানীয় একটি স্কুলের পিছনে এ ঘটনা ঘটে।
বিএনপি প্রার্থী মনজুর এলাহী জানান, সকাল থেকে তার নেতাকর্মীদের নিয়ে শিবপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছিলেন। পরে লাখপুর শিমুলিয়া এলাকায় গণসংযোগ করে স্থানীয় রেনু মিয়ার বাড়ীতে অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগের লোকজন ৪০/৫০টি মোটর সাইকেল করে এসে দেশীয় অস্ত্র নিয়ে ভাংচুর শুরু করে। হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়।
শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের পাওয়া যায়নি।
বিএনপি প্রার্থী অক্ষত আছেন। মামলা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি