কালের খবর ডেস্ক :: ইতালির রোমে সড়ক দুর্ঘটনায় কাজী রতন (৩৬) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত রতনের বাড়ি বি-বাড়িয়ার বাঞ্ছারামপুরের দরিকান্দি এলাকায়।
স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার সাইকেলে কাজে যাওয়ার সময় রোম আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় পেছন থেকে একটি গাড়ির ধাক্কায় ছিটকে পড়েন রতন। এতে মারাত্মক আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি। পরে তাকে দ্রুত স্থানীয় একটি হাসপাতালে এনে লাইফসাপোর্টে রাখা হয়। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েন তিনি। কিন্তু আর তার জ্ঞান ফেরেনি।
স্থানীয় সময় সোমবার বিকালে দেশটির একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান রতন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি