পাবনা থেকে মো.নাজমুল হক, কালের খবর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পাবনা-৫ (সদর) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড জাকির হোসেন।
ওয়ার্কাস পার্টির হয়ে জাকির হোসেন প্রতিদ্বন্দ্বিতা করবেন, মহাজোটের প্রার্থী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম ফারুক প্রিন্সের।
মহাজোটের শরিক হয়েও কেন মনোনয়নপত্র জমা দিয়েছেন এমন প্রশ্নের জবাবে জাকির হোসেন বলেন, মহাজোটের কিছু উন্মুক্ত আসন থাকে, যেখানে শরিকদের প্রতিদ্বন্দ্বিতার সুযোগ রয়েছে।
তিনি আরো বলেন, দলীয় সিদ্ধান্তের ভিত্তিতে সুশাসন নিশ্চিত এবং জবাবদিহিতা প্রতিষ্ঠায় নির্বাচনে প্রার্থী হয়েছেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন চলে গণতন্ত্রী পার্টির সভাপতি রইস উদ্দিন, সম্পাদক সুলতান আহমেদ, জেলা ন্যাপ সভাপতি রেজাউল করিম মণি।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি