পাবনা থেকে মো.নাজমুল হক, কালের খবর : একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনীত ব্যক্তিদের হাতে মনোনয়ন চিঠি তুলে দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল রাত ৮টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে রাজশাহী বিভাগের এই মনোনয়ন চিঠি দেওয়া হয়।
আর পাবনা জেলার পাঁচটি আসনের মধ্যে চারটি আসনের প্রার্থিদের এই মনোনয়ন চিঠি দেওয়া হয়েছে। বাদ রাখা হয়েছে পাবনা-১ (সাঁথিয়া-বেড়া) আসান।
মনোনয়ন চিঠি প্রাপ্তরা হলেন- একেএম সেলিম রেজা হাবিব (পাবনা-২), কে এম আনোয়ারুল ইসলাম (পাবনা-৩), হাবিবুর রহমান হাবিব (পাবনা-৪) ও অ্যাডভোকেট শিমুল বিশ্বাস (পাবনা-৫)।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি