নরসিংদী ব্যুরো অফিস ও প্রতিনিধি, কালের খবর :
নরসিংদী জেলায় ৬ টি উপজেলা হলেও সংসদীয় আসন ৫ টি। এই পাঁচটি আসনে আওয়ামী লীগের মনোনয়নপত্র কিনেছেন ২৩ প্রার্থী।
গত শুক্রবার থেকে রবিবার পর্যন্ত মনোনয়ন প্রত্যাশীরা রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভানেত্রীর কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন।
মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে কথা বলে জানা গেছে, নরসিংদী-১ (সদর ও পলাশের একাংশ) আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তিনজন। তারা হলেন, নরসিংদী জেলা আওয়ামী লীগের সভাপতি ও পানিসম্পদ প্রতিমন্ত্রী লে. কর্নেল (অব.) মোহাম্মদ নজরুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সিনিয়র সভপতি জি এম তালেব হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগের উপদেষ্টা আইয়ুব খান।
নরসিংদী-২ (পলাশ ও সদরের একাংশ) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন দুজন। তারা হলেন, পলাশ উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক সাংসদ আনোয়ারুল আশরাফ খান দিলীপ, দৈনিক সংবাদের সম্পাদক আলতামাশ কবির মিশু।
নরসিংদী-৩ (শিবপুর) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ৫ জন। তারা হলেন, বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মো. সিরাজুল ইসলাম মোল্লা, সাবেক সাংসদ ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি জহিরুল হক ভূঞা মোহন, শিবপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হারুন অর রশীদ খান, কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ-কমিটির সদস্য সৈয়দ ফজলুর রহমান ও শিখা ভূইয়া।
নরসিংদী-৪ (মনোহরদী-বেলাব) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ৬ জন। তারা হলেন, বর্তমান সাংসদ ও বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও যুবলীগের সাবেক চেয়ারম্যান অ্যাড. নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন, মনোহরদী উপজেলা চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম খান বীরু, জেলা আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. আব্দুর রউফ সরদার, জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা অহিদুল হক আসলাম সানী, যুবলীগের উপশিক্ষা, প্রশিক্ষণ ও পাঠাগার সম্পাদক কাজী মো. মাজহারুল ইসলাম, মনোহরদী উপজেলা আওয়ামী লীগের নির্বাহী সদস্য কর্নেল (অব) আব্দুর রউফ বীর বিক্রম।
নরসিংদী-৫ (রায়পুরা) আসন থেকে মনোনয়নপত্র কিনেছেন ৭ জন। তারা হলেন, বর্তমান সাংসদ ও কেন্দ্রীয় আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য সাবেক মন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু, তার ছেলে রাজিব আহমেদ পার্থ ও ছোট ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সালাহউদ্দিন আহমেদ বাচ্চু, আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ, আওয়ামী লীগের নির্বাহী কমিটি সদস্য অ্যাড. রিয়াজুল কবীর কাউছার, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক অ্যাড. মোহাম্মদ সামছুল হক, ব্যারিস্টার তৌফিকুর রহমান।
এ বিষয়ে নরসিংদী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন ভূইয়া বলেন, আওয়ামী লীগ একটি বৃহৎ দল। তাই এখানে মনোনয়নপ্রত্যাশী একাধিক হবে এটাই স্বাভাবিক। তবে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে মনোনয়ন দেবেন আমরা সবাই তার পক্ষেই কাজ করব। কারণ আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে মনোনয়ন পাওয়ার আগ পর্যন্ত। আমাদের মধ্যে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা নয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি