কালের খবর প্রতিবেদক :
গতকাল শনিবার থেকেই চাউর হয়ে গিয়েছিল, জাতীয় দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে আগামী নির্বাচনের মনোনয়নপত্র কিনতে যাচ্ছেন। শেষ পর্যন্ত গতরাতে সাকিব নিজের অবস্থান বদল করলেও ক্যাপ্টেন মাশরাফি মনোনয়নপত্র কিনতে যাচ্ছেন।
আজই ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনার কথা মাশরাফির। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ রবিবার ১১টার দিকে গণভবনে যান মাশরাফি।
জানা গেছে, নিজের জেলা নড়াইল-২ আসনের জন্য মাশরাফি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ম্যাশের মনোনয়নপত্র সংগ্রহের সংবাদে আজ সকাল থেকেই তার সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তুমুল জনপ্রিয় এই ক্রিকেটারের রাজনীতিতে প্রবেশের খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে সারাদেশে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি