নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল হাসপাতাল থেকে কারাগারে নেয়া হচ্ছে । তাকে নাজিমউদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে নেয়া হতে পারে বলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সূত্রে জানা গেছে।
ডিএমপির গণমাধ্যম শাখার অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) ওবায়দুর রহমান ঢাকা টাইমসকে বলেন, ‘হয়ত কারাগারে নেয়ার প্রস্তুতি চলছে। এখনও আমাদের তেমন কিছু জানানো হয়নি। তবে এরই মধ্যে রাস্তায় পুলিশের উপস্থিতি বেড়েছে।’
বিএসএমএমইউ সূত্র জানিয়েছে, ‘খালেদা জিয়া আগের থেকে অনেকটাই সুস্থ। তাই তাকে কারাগারে নেয়া হচ্ছে। বাকিটা সংবাদ সম্মেলন করে জানানো হবে।’
হাইকোর্টের নির্দেশে গত ৬ অক্টোবর খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের ছয়তলার ৬১২ নম্বর কেবিনে ভর্তি করা হয়। তার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের মেডিকেল বোর্ডও গঠন করা হয়।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি