কালের খবর প্রতিবেদক :: এসএসসি পরীক্ষায় ফরম পূরণে সরকার কর্তৃক নির্ধারিত ফির বাড়তি অর্থ নিলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এজন্য শিক্ষার্থী ও অভিবাবকদের দুদকের হটলাইন (১০৬)-এ জানাতে অনুরোধ করেছে সংস্থাটি। দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ রয়েছে।
দুদকের উপ-পরিচালক (গণমাধ্যম) প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, রাজধানীর একটি বিদ্যালয়ে আসন্ন এসএসসি পরীক্ষায় ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগে কমিশন একটি অভিযান পরিচালনা করে। এর পর থেকেই বেশ কিছু অভিযোগ এসেছে দুদকে।
তিনি বলেন, এসব অভিযোগ এরইমধ্যে গোপনে তদন্ত শুরু করেছে দুদক। কিছু ক্ষেত্রে দেখা গেছে, বেশকিছু শিক্ষা প্রতিষ্ঠান বোর্ডের এসএসসি পরীক্ষার ফরম পূরণে সরকার নির্ধারিত অতিরিক্ত অর্থ নিয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে নির্বাচনী পরীক্ষায় (টেস্ট পরীক্ষা) ফেল করা ছাত্র-ছাত্রীদের থেকে অতিরিক্ত টাকার বিনিময়ে পরীক্ষা দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে।
তিনি জানান, এ বিষয়ে কমিশনের অভিযোগ কেন্দ্রের হটলাইন ১০৬-এ সবাইকে অভিযোগ জানানোর অনুরোধ জানানো হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি