আলী আসরাফ আখন্দ, কালের খবর :
বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাবেক সভাপতি কিংবদন্তি কন্ঠ শিল্পী মো: আব্দুল জব্বারের আজ প্রথম মৃত্যু বার্ষিকী।গত বছর এই দিনে তিনি কোটি কোটি ভক্তকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে যান। তাঁর মৃত্যু বার্ষিকী উপলক্ষে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক ্সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়েছে।মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে তাঁর সমাধিতে শ্রদ্ধান্জ্ঞলি,ফাতেহাপাঠ, কোরানখানি, বাসায় ও সংগঠনের পক্ষ থেকে কাঙ্গালী ভোজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে।
গতকাল শিল্পকলা একাডেমিতে তাঁর স্মরন সভার আয়োজন করা হয়। আজ বাংলাদেশ বেতার ও টেলিভিশন তাঁর উপর বিশেষ অনুষ্ঠান প্রচার করবে। পত্র পত্রিকায় বিশেষ নিবন্ধন ছাপা হচ্ছে।তাঁর মতো একজন কন্ঠযোদ্ধার মৃত্যুতে সাংস্কৃতিক জগতের অনেক ক্ষতি সাধীত হয়েছে।
আল্লাহ তাঁকে বেহেস্ত নসিব করুন। আমিন।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি