রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি, কালের খবর :: নওগাঁর রাণীনগরে স্বামী মো: চন্দন (৩০) নামে এক যুবকের পুরুষাঙ্গ কেটে দিয়েছেন তারই অন্তঃসত্ত্বা স্ত্রী মিম। শনিবার রাত ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়িয়া দক্ষিনাপড়া গ্রামে এ ঘটনা ঘটে। চন্দন বর্তমানে গুরুত্বর আহত অবস্থায় ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মো: চন্দন উপজেলার সদর ইউনিয়নের লোহাচুড়িয়া দক্ষিণাপড়া গ্রামের মো: নাছির উদ্দিন ফকিরের ছেলে ও চন্দনের স্ত্রী মোছা: মিম বেগম একই উপজেলার মিরাট ইউনিয়নের ধনপাড়া গ্রামের মো: মোয়াজ্জেম হোসেনের মেয়ে।
চন্দনের বাবা মো: নাছির উদ্দিন ফকির জানান, এদিন রাতের খাবার ধেয়ে আমরা বাড়ির সবাই ঘুমিয়ে পড়ি। হঠাৎ করে রাত ২টার দিকে আমার ছেলে চন্দন তার ঘর থেকে চিৎকার করে সবাইকে ডাকে। আমরা তার চিৎকার বুঝতে পেরে তার ঘরের দরজায় গিয়ে দেখি দরজার ভিতর থেকে বন্ধ। চন্দন তার ঘরের দরজা খুলে বাহিরে এসে বলে তার স্ত্রী মো: মিম বেগম তার পুরুষাঙ্গ কেটে দিয়েছে।
তিনি বলেন, আমরা চন্দনকে প্রথমে রাজশাহী মেডিকেল কলেজে নিয়ে গেলে সেখান থেকে তাকে ঢাকায় চিকিৎসার জন্য পাঠায়। বর্তমানে চন্দন ঢাকায় এক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। চন্দনের স্ত্রী চন্দনের সংসার আর করবে না বলে জানিয়েছে। অথচ সে ৮-৯ মাসের অন্ত:স্বত্তা।
এ ব্যাপারে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএসএম সিদ্দিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চন্দনের পরিবারের পক্ষ থেকে অভিযোগ বা মামলা দায়ের করলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি