ঝিনাইদহ প্রতিনিধি, কালের খবর :: ঝিনাইদহ শহরের শিশু হাসপাতালের সামনে ফিরোজা ফার্মেসির ভেতরে ঢুকে এর প্রোপাইটরকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম মিজানুর রহমান (৩৮)।
শুক্রবার (১০ আগস্ট) রাত ১১টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা গটে। নিহত মিজানুর জেলার শৈলকুপা উপজেলার দিঘল গ্রামের মৃত মনোয়ার হোসেন মন্টুর ছেলে।
ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার মিলু মিয়া বিশ্বাস জানান, শুক্রবার রাতে শিশু হাসপাতালের সামনের স্থানীয় দোকানদাররা দেখতে পান ফিরোজা ফার্মেসির মালিক আমিরুল ইসলাম রক্ত মাখা ছুরি হাতে দৌড়ে পালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় পুলিশকে খবর দেয়া হয়। দোকানের তালা ভেঙে দেখা যায়, মিজানুরের রক্তাক্ত লাশ পড়ে আছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, নিহত মিজানুরের সঙ্গে দোকান মালিক আমিরুল ও তার সহযোগীদের টাকার লেনদেন ছিল। তাই এ হত্যাকাণ্ড ঘটতে পারে। নিহতের স্বজনরা দাবি করছেন, তাকে ডেকে নিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি