ব্রাহ্মণবাড়িয়ার থেকে মো:কবির হোসেন কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আবদুল জালাল (৬৫)।
তিনি রসুলপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি ৫ সন্তানের জনক বলে জানা গেছে। আজ শনিবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের কাসতি নদীর নৌকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে কে বা কারা জালালকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। তিনি স্থানীয় কাস্টি নদীতে নৌকায় রাখা পাট পাহারা দিতেন।
ওসি আরও জানান, সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানায়, রাতে স্থানীয় কাসতি নদীর নৌকায় রাখা পাট পাহারা দিতে যান জালাল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।
অফিস : ৪৪-ক, অতিশ দীপঙ্কর রোড, মুগদা, ঢাকা । সম্পাদকীয় কার্যালয় : আরএস ভবন, ১২০/এ মতিঝিল, ঢাকা
মোবাইল : ০১৭৫৩-৫২৬৩৩৩ ই-মেইল : dainikkalerkhobor5@gmail.com
কারিগরি সহযোগিতায় ফ্লাস টেকনোলজি